প্রস্তুতি ম্যাচে জর্জকে হেলায় হারাল ইস্টবেঙ্গল, উঠে এল এই ইতিবাচক-নেতিবাচক দিক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল এফসি। আর সেই ম্যাচে জর্জকে ৩-০ ফলে হারায় ইস্টবেঙ্গল। গোল করেন নাওরেম মহেশ সিং, এলিয়ান্দ্রো ও ভিপি সুহের।
সামনেই কলকাতা লিগ, আর তারপর আইএসএল - হাতে সময় এক মাসেরও কম। এই পরিস্থিতিতে নিজেদের ঝালিয়ে নিতে এই প্রস্তুতি ম্যাচের আয়োজন। এবং এই ম্যাচে এলিয়ান্দ্রোর গোল নিঃসন্দেহে বড় ইতিবাচক দিক ইস্টবেঙ্গলের জন্য।
এছাড়া এই ম্যাচে দুরন্ত পারফর্ম করেছেন অস্ট্রেলিয়ান মিডফিল্ডার জর্ডান ও' ডোহার্টি। তার পায়ে ভালো খেলা রয়েছে, এই ম্যাচে অনেকটাই বোঝা গেল। বল ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে মাঝমাঠ নিয়ন্ত্রণ করা, বেশ ভালোভাবেই সেরেছিলেন ২৪ বছরের এই মিডফিল্ডার।
প্রথমার্ধে রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের নামান স্টিফেন। কর্নার থেকে হেডে গোল করে নাওরেম মহেশ সিং। এরপর দ্বিতীয়ার্ধে ক্লেইটন সিলভা, ভিপি সুহের, ইভান গোঞ্জালেজ, সৌভিক চক্রবর্তীদের নামান স্টিফেন। দ্বিতীয়ার্ধে হওয়া দুটি গোলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নবি হুসেন খান। রাইট ব্যাক পজিশনে খেলা নবির ক্রসেই গোল করেন এলিয়ান্দ্রো ও ভিপি সুহের।
তবে ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স লিমার ফিটনেস সমস্যা রয়েছেই। এবং এদিনের ম্যাচে যা বোঝা গেল, তাতে কোচ স্টিফেন কনস্টানটাইন হয়ত জর্ডানকে খেলাতে পারেন লিমার জায়গায়। তবে জর্জ টেলিগ্রাফের সামনে সেভাবে পরীক্ষার সম্মুখীন হননি ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা।
সব মিলিয়ে, ম্যাচ প্র্যাক্টিসের মাধ্যমে নিজেদের শক্তি ও দূর্বলতাকে অনেকটাই বুঝে নিলেন কোচ স্টিফেন কনস্টানটাইন।