কলকাতা লিগের জন্য জোর প্রস্তুতিতে ইস্টবেঙ্গল, ভিনরাজ্য থেকে আসছেন ছয় ফুটবলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সামনেই কলকাতা লিগের সুপার সিক্স পর্ব, আর সেখানে ইমামি ইস্টবেঙ্গল এফসি নিজেদের খেলার বিষয়ে প্রথম থেকেই ইতিবাচক ছিল। সেই মত এবার ভিনরাজ্য থেকে ছয়জন প্রতিভাবান ফুটবলারকে আনছে লাল-হলুদ ব্রিগেড।
এই ছয় ফুটবলারের মধ্যে অন্যতম হলেন সন্তোষ ট্রফি জয়ী কেরালা দলের নায়ক জেসিন টিকে। যা খবর, কেরালা ইউনাইটেড থেকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে তাকে। এছাড়া এমএ কলেজের ডিফেন্ডার আদিল আমাল, বাস্কোর ফরোয়ার্ড বিষ্ণু টিএম, গোকুলাম কেরালার গোলকিপার মুহাম্মদ নিশাদ, কেরালা ইউনাইটেডের ডিফেন্ডার আথুল উন্নিকৃষ্ণণ এবং ট্রাভাঙ্কোর রয়্যালসের ফরোয়ার্ড লিজো কুরুসাপ্পানকে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড।
শোনা যাচ্ছে, ইতিমধ্যেই এই ছয় ফুটবলার কলকাতায় এসে গিয়েছেন, এবং তাদের মেডিকাল হবে। মেডিকাল হওয়ার পরে যদি তারা ফিট প্রমাণিত হন, তাহলে কলকাতা লিগের জন্য ইস্টবেঙ্গলের রিজার্ভ দলে যুক্ত হবেন।
এদিকে, ইস্টবেঙ্গল মাঠের পরিবর্তে রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল এফসি। সোমবার আইএফএর তরফ থেকে সুপার সিক্সের খসড়া সূচি প্রকাশ করা হয়েছে। এবং সেখানে ইমামি ইস্টবেঙ্গলের ম্যাচ পড়েছে ২২ ও ২৫ সেপ্টেম্বর এবং ১৪, ২৪ ও ২৭ অক্টোবর। বলা বাহুল্য, ২৫ সেপ্টেম্বর মহামেডান এবং ২৭ অক্টোবর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ পড়েছে ইস্টবেঙ্গলের।