কি হবে যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বৃষ্টিতে ভেস্তে যায়?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হতে আর মাত্র কয়েক দিন বাকি। দুই দল ভারত ও অস্ট্রেলিয়া চুড়ান্ত পর্যায়ের প্রস্তুতি সারছে। কিন্তু চিন্তা হল, যদি আইপিএল ফাইনালের মত এই ফাইনালও বৃষ্টিতে বিঘ্নিত হয়?
এই কথা ভেবে রিজার্ভ ডে-এর ব্যবস্থা রেখেছে আইসিসি, যা ১২ জুন নির্ধারিত করা হয়েছে। তবে শুধু বৃষ্টি নয়, পাঁচদিনের খেলায় যত ওভার নষ্ট হবে, তা খেলা হবে এই ষষ্ঠ দিন, অর্থাৎ রিজার্ভ ডে-তে। তবে বৃষ্টিতে যদি খেলা ভেস্তে যায়, তাহলে নিয়ম অনুযায়ী দুই দলকে বিজয়ী ঘোষণা করা হবে।
আরও পডুন - WTC ফাইনালের আগে কীভাবে নিজেদের প্রস্তুত করছেন বিরাট-রোহিত?
কিন্তু সুখবর হল, লন্ডনে আগামী সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। ফলে পুরো পাঁচ দিনের লাল বলের ক্রিকেট উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।