সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে মেসিকে প্রশংসায় তুললেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে অনায়াসে হারাল আর্জেন্টিনা। আর বরাবরের মত এই জয়ের পুরোধা হলেন লিওনেল মেসি। দুটি গোল করালেন, দর্শনীয় ফ্রি কিকে নিজে গোলও করলেন। আর নিজের দলের সুপারস্টারের এমন অসাধারণ পারফর্মেন্সে খুশি কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনার হয়ে ৭৬ গোল করা লিও মেসির প্রশংসায় স্কালোনি বলেছেন, "লিওর খেলা, আমি সত্যিই জানি না উনি প্রতিদিন এভাবে প্রশংসিত হতে হতে ক্লান্ত হয়ে যাবেন কিনা। ফুটবলপ্রেমী হিসেবে আমাদের কাছে সব থেকে ভালো জিনিস হচ্ছে এই তারকারা যে কোনও বয়স অবধি খেলে যান এবং আমরা উপভোগ করি।"
এরপর মেসিকে সর্বকালের সেরা ফুটবলার উল্লেখ করে স্কালোনি বলেছেন, "প্রতিপক্ষরাও উপভোগ করছে যখন মেসি তাদের বিরুদ্ধে খেলছে। আমরা বিশ্বের সেরা খেলোয়াড়ের বিষয়ে কথা বলছি।"
এদিকে মেসির পর্যায়ে যেতে পারেন এমন ফুটবলার হিসেবে নেইমারের নাম নিয়েছেন স্কালোনি। তিনি বলেছেন, "খুবই কঠিন হবে কোনও খেলোয়াড়ের পক্ষে ওনার পর্যায়ে পৌঁছনো। নেইমার হয়ত কোনও এক সময়ে সেই জায়গায় পৌঁছবে কিন্তু উনি যা করে গিয়েছেন, করে চলেছেন এবং করতে থাকবে, আমাদের মনে রাখতে হবে কে উনি।"
এদিকে ইকুয়েডরের বিরুদ্ধে জয়কে সহজ হিসেবে স্বীকার করছেন না স্কালোনি। ম্যাচ নিয়ে তিনি বলেছেন, "যারা ভাবছেন যে আপনি প্রতি ম্যাচে ৩-০ গোলে সহজে জিততে পারেন তারা ভুল ভাবছেন, বিশেষত কোপা আমেরিকায়, যেখানে পরিস্থিতি কিছুটা আলাদা। আমি জানি না এটি দলের সেরা মুহুর্ত। এটি এমন একটি মুহুর্ত যা আমরা পছন্দ করছি, এটি খুবই কার্যকর এবং আমরা চেষ্টা করব কঠিন পরিশ্রম করে এগিয়ে যাওয়ার।"