আনসেলোত্তি এসেও ব্রাজিল সেই ড্রয়ের গেরোয়, জিতেই চলেছে আর্জেন্টিনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ব্রাজিলের হেড কোচ হিসেবে অভিষেকটা সুখকর হল না কার্লো আনসেলোত্তির। ২০২৬ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল। এর ফলে গ্রুপে চার নম্বরেই রয়ে গেল সেলেকাওরা।
যদিও নিজের প্রথম ম্যাচে একাদশে অনেক বদল এনেছিলেন আনসেলোত্তি। ভিনিসিয়াস জুনিয়র, ক্যাসেমিরো ও রিচার্লিসনকে শুরু থেকে খেলান। এই ম্যাচে অভিষেক হয় ডিফেন্ডার অ্যালেক্স ও উইঙ্গার এস্তেভায়োর। তবে সারা ম্যাচে খুবই কম সুযোগ তৈরি করতে পেরেছিল ব্রাজিল।
এদিকে জিতেই চলেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চিলির বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। একমাত্র গোলটি করেছেন জুলিয়ান আলভারেজ। প্রায় ৭ মাস পর আবারও আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামেন লিওনেল মেসি। ৫৭ মিনিটে নিকো পাজের জায়গায় এসে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামেন মেসি। যদিও ম্যাচে তেমন উল্লেখযোগ্য কোনও ভূমিকা নেননি লিও।