বিশ্বকাপে আক্রমণের পথই বাছবে ব্রাজিল, আশ্বাস দিলেন হেড কোচ টিটে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হতে বেশি দিন বাকি নেই, এই পরিস্থিতিতে প্রতিটি প্রতিযোগী দেশ নিজেদের সেরাটা দিতে মরিয়া। এবং প্রতিটা বিশ্বকাপের মত এবারেও বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে নামবে ব্রাজিল।
তবে গত কয়েক বিশ্বকাপের তুলনায় এবারের বিশ্বকাপে অনেক ভালো দল হিসেবে গড়ে উঠেছে ব্রাজিল। বিশেষ করে আক্রমণভাগে একের পর এক সুপারস্টারদের ভিড় রয়েছে। নেইমার সহ রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, রিচার্লিসন, অ্যান্টনি ও গ্যাব্রিয়েল জেসুস।
এবং এই পরিস্থিতিতে কাকে ছেড়ে কাকে খেলাবেন হেড কোচ টিটে, সে নিয়ে প্রশ্ন উঠছেই। তবে টিটে আশ্বাস দিয়েছেন, প্রত্যেকেই সুযোগ পাবেন বিশ্বকাপে। এই নিয়ে এক সাক্ষাৎকারে টিটে বলেছেন, "প্রত্যেকের জন্য সুযোগ থাকবে। যে কেউ দলে থাকুক না কেন, সেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে, প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে। প্রতিটা ম্যাচে ভিন্ন চরিত্রের প্রয়োজন হবে।"
গ্রুপ জি-তে ব্রাজিলের সাথে পড়েছে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন। এবং টিটে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজের আক্রমণাত্মক খেলা থেকে সরে আসবেন না তিনি। টিটে বলেছেন, "আমরা কিছু পরিবর্তন করব, তবে খেলার পরিকল্পনা বদলাবে না। আমরা আমাদের খেলার উপায় বজায় রাখব।"
শেষে দলের সেরা তারকা নেইমারকে নিয়ে প্রশংসা করেছেন টিটে। ২০১৮ বিশ্বকাপে তুলনামূলক খারাপ পারফর্মেন্সের ভুল স্বীকার করেছেন নেইমার। এই নিয়ে টিটে বলেছেন, "যখন নেইমার বলেন যে একটি নির্দিষ্ট সময়ে তিনি একটি ভুল করেছেন, সেটি খুবই সুন্দর হয়। অসাধারণ একটি উদাহরণ। উনি মহামানব নন, উনি তরুণদের বলেন যে কোনও না কোনও মুহুর্তে ওরাও ভুল করবে, দূর্বল অনুভব করবে, পেটে-মাথায় ব্যাথা হবে। আমরা সবাই মানুষ।"