Bingo KSFL 2022 : ফাইনালের মহারণে মুখোমুখি হবে JRS পাব্লিক স্কুল ও কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : করোনা অতিমারিকে কাটিয়ে আবারও ফিরেছে বিঙ্গো টেরে মেরে কলকাতা স্কুল ফুটবল লিগ। এবং টুর্নামেন্টের তৃতীয় সংস্করণটি গতবারের তুলনায় আরও বড়, আরও জাঁকজমক উপায়ে আয়োজিত হচ্ছে।
কলকাতা এবং বাংলার মোট ৩২টি স্কুল এই স্কুল ফুটবল লিগে অংশগ্রহণ করছে, এবং ইতিমধ্যেই জমজমাটি খেলার দৃশ্য দেখা গিয়েছে এই টুর্নামেন্টে। আইটিসির সহযোগিতায় ও স্পোর্টস কানেক্টের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ডিজিট্যাল পার্টনার এক্সট্রা টাইম বাংলা।
বুধবার আয়োজিত হয়েছিল দুই হেভিওয়েট সেমি ফাইনাল। প্রথম সেমিতে মুখোমুখি হয়েছিল চৌবাগা হাই স্কুল ও জেআরএস পাব্লিক স্কুল। হাড্ডাহাড্ডি এই ম্যাচে টাইব্রেকারে জয়ী হয় জেআরএস। টাইব্রেকার ৫-৩ ফলে হারায় চৌবাগাকে।
টাইব্রেকারে দুর্দান্ত পারফর্ম করা জেআরএস এর গোলকিপার সুরজিত দেকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়। তার হাতে ম্যাচের সেরা পুরষ্কার তুলে দেন প্রখ্যাত ফুটবলার কৃষ্ণেন্দু রায়।
এদিকে দ্বিতীয় সেমি ফাইনালও হাড্ডাহাড্ডি পর্যায়ে খেলে লা মার্টিনিয়ের ফর বয়েজ ও কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুর। নির্ধারিত সময় অবধি ১-১ ফলে ড্র করে দুই স্কুল। কেন্দ্রীয় বিদ্যালয়ের হয়ে গোল করে তাজার নালো, এবং লা মার্টিনিয়েরের হয়ে গোল করে এইথেন লি।
ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। আর সেখানে ৫-৪ ফলে জেতে কেন্দ্রীয় বিদ্যালয়। ম্যাচের সেরা হয় কেন্দ্রীয় বিদ্যালয়ের স্নেহিল দুবে। তার হাতে ম্যাচের সেরার পুরষ্কার তুলে দেন প্রখ্যাত ফুটবলার অচিন্ত্য বেলেল।
আগামী ১২ আগস্ট বিঙ্গো টেরে মেরে কলকাতা স্কুল ফুটবল লিগের মেগা ফাইনালে মুখোমুখি হবে জেআরএস পাব্লিক স্কুল ও কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুর।