বায়ার্ন মিউনিখের যুব দলে সুযোগ পেয়েছেন বাংলার ছেলে শুভ পাল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মনে পড়ে শুভ পালকে? হাওড়ার সালকিয়ার তরুণ এক ফরোয়ার্ড, সুযোগ পেয়েছিল বায়ার্ন মিউনিখের মত হেভিওয়েট ক্লাবের ওয়ার্ল্ড স্কোয়াডে। এবার আরও বড় উচ্চতায় যেতে চলেছে শুভ।
যা খবর, ওয়ার্ল্ড স্কোয়াড থেকে এবার বায়ার্ন মিউনিখের যুব দলে সুযোগ পেয়েছে শুভ। আগামী কয়েক দিনের মধ্যেই মিউনিখে উড়ে যাবে শুভ। আর নিঃসন্দেহে, এটি শুভর জন্য বটেই, ভারতীয় ফুটবলের জন্য অত্যন্ত বড় খবর।
বায়ার্ন মিউনিখের যুব দল থেকে উঠে এসেছেন টমাস মুলার, টনি ক্রুস, ডেভিড আলাবার মত সুপারস্টার খেলোয়াড়রা।
গত বছর, অর্থাৎ ২০২১ সালে, ট্রায়ালের মাধ্যমে বায়ার্ন মিউনিখের ওয়ার্ল্ড স্কোয়াডে সুযোগ পেয়েছিল শুভ। এরপর জার্মানিতে গিয়ে ক্রিস্টোফার লোচের কাছে দীর্ঘ অনুশীলন করে এবং দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বড় বড় ক্লাবের যুব দলের বিরুদ্ধে ম্যাচও খেলে শুভ।
এই মুহুর্তে ভারতে সুদেবা দিল্লি এফসির সাথে রয়েছে শুভ। ২০২০-২১ মরশুমে আইলিগে সুদেবার হয়ে সিনিয়র অভিষেক করে শুভ, ২২ ম্যাচে সাতটি গোল রয়েছে তার। একাধিক ম্যাচে সুদেবাকে নেতৃত্ব দিয়েছে শুভ। বর্তমানে ভারতীয় অনুর্ধ্ব ২০ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে রয়েছে শুভ।