আইএফএ বকেয়া মেটালেও এবার এই কারণে CFL খেলা অনিশ্চিত এটিকে মোহনবাগানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই আইএফএ মোহনবাগানের নির্দেশ মেনে কিস্তিতে ৬০ লক্ষ টাকা বকেয়া মেটানোর কাজ শুরু করে দিয়েছে। কয়েক দিন আগে চেকের মাধ্যমে বকেয়ার একাংশ মিটিয়ে দিয়েছে বাংলার ফুটবল নিয়ামক সংস্থা। আর এর জেরে এটিকে মোহনবাগানের কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন এ-এর খেলার সম্ভাবনা বেড়ে গিয়েছিল।
কিন্তু আবারও, সেই সম্ভাবনায় ভাঁটা পড়ল। এবং আবারও, এটিকে মোহনবাগানের আসন্ন কলকাতা লিগ খেলা অনিশ্চিত হয়ে পড়ল। আগামী ২৪ ও ২৭ সেপ্টেম্বর ভিয়েতনামে ত্রিদেশীয় প্রস্তুতি টুর্নামেন্ট খেলতে যাবে ভারতীয় ফুটবল দল। আর সেই সফরের জন্য প্রাথমিক তালিকায় এটিকে মোহনবাগানের আটজন ফুটবলারকে নিতে চলেছেন হেড কোচ ইগর স্টিম্যাচ।
এই আট ফুটবলার হলেন, লিস্টন কোলাসো, মনবীর সিং, আশিক কুরুনিয়ন, বিশাল কাইথ, প্রীতম কোটাল, শুভাশিস বসু, দীপক টাংরি এবং আশিস রাই।
এদিকে এটিকে মোহনবাগানে নথিভুক্ত খেলোয়াড়ের সংখ্যা ২৬। সেক্ষেত্রে এই আট ফুটবলার যদি জাতীয় দলের শিবিরে চলে যান, তাহলে সবুজ-মেরুণ ব্রিগেডের হাতে থাকবে তিন গোলকিপার সহ ১৮ জন।
তবে এখানেও রয়েছে সমস্যা, কলকাতা লিগে সর্বোচ্চ চারজন বিদেশী নথিভুক্ত করা যায়। সেক্ষেত্রে এটিকে মোহনবাগানকে নিজেদের দুইজন বিদেশীকে বাইরে রাখতে হবে এই টুর্নামেন্টের জন্য। সেক্ষেত্রে স্কোয়াডের সংখ্যা কমে আসছে ১৬-তে। ফলে তিন গোলকিপারকে বাদ দিলে, এটিকে মোহনবাগানের আউটফিল্ড খেলোয়াড়দের সংখ্যা হবে মাত্র ১৩। এবং এই এটিকে মোহনবাগানের কোনও রিজার্ভ দল নেই।
এই পরিস্থিতিতে, আইএফএর নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর ডুরান্ড কাপ শেষ হলেই শুরু হবে কলকাতা লিগের সুপার সিক্স পর্ব। কিন্তু সেই সময়ে চলবে জাতীয় দলের শিবির। এবং আইএফএ আগেই জানিয়েছিল, সেপ্টেম্বরের মধ্যে লিগ শেষ করবে তারা। এদিকে ভিয়েতনাম সফরে ভারতের শেষ ম্যাচ ২৭ সেপ্টেম্বর।
ফলে এটিকে মোহনবাগানের ক্ষেত্রে কলকাতা লিগ খেলা নিয়ে পুনরায় অনিশ্চয়তা তৈরি হল, তা বলাই যায়।