এল ক্লাসিকো হেরে ক্ষিপ্ত লাপোর্তা, জবাব চাইলেন ম্যাচ রেফারির কাছে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মরশুমের প্রথম এল ক্লাসিকোতে গতকাল ঘরের মাঠে ৩-১ গোলে জয় লাভ করে রিয়াল মাদ্রিদ। খেলা শুরুর ১২ মিনিটে করিম বেঞ্জেমার গোলে এগিয়ে যায় মাদ্রিদ। ৩৫ মিনিটে ভালভার্দের বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে, দুই গোলের ব্যবধান বানিয়ে নেয় কার্লো আন্সেলোত্তির দল। দ্বিতীয় অর্ধে পরিবর্ত হিসাবে নামা ফেরান তোরেস ব্যবধান কমান বার্সেলোনার জন্য। এরপর মুহুর্মুহু আক্রমণ করলেও সমতায় ফিরতে পারেনি জাভির বার্সেলোনা। বরং ৯২ মিনিটে মাদ্রিদের পরিবর্ত খেলোয়াড় রড্রিগোর পেনাল্টি থেকে গোল ম্যাচের ভাগ্য তৈরী করে দেয়। এই পেনাল্টি নিয়েই ক্ষোভে ফেটে পরেন বার্সেলোনার খেলোয়াড়, কোচ এমনকি বোর্ড সদস্য।
বার্সেলোনা সভাপতি লাপোর্তা ম্যাচ রেফারিদের ক্লাসিকো খেলানো নিয়ে অসন্তুষ্ট। প্রসঙ্গত রড্রিগো যে ফাউল থেকে পেনাল্টি অর্জন করেছিলেন সেই একই ধরনের ফাউল রিয়ালের ডিফেন্ডার কার্ভাহাল বার্সেলোনার স্ট্রাইকার লেওয়ান্ডোস্কির উপর করেছিল।
ম্যাচ শেষে বার্সেলোনার সাজঘরে রেফারি সাঞ্চেজ মার্টিনেজকে ডেকে পাঠান লাপোর্তা। রেফারিকে সামনা সামনি লাপোর্তা ম্যাচের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করেন। এরপর তাকে বার্সেলোনার সাজঘর দিয়ে বেরিয়েও যেতে বলেন তিনি।
রেফারি তাঁর ম্যাচ রিপোর্টে সম্পূর্ণ বিষয়টি উল্লেখ করেছেন। তিনি জানান লাপোর্তা তাঁকে বারংবার ম্যাচের কিছু সিদ্ধান্তের জবাবদিহি করতে বলেন। এল ক্লাসিকোর পর লিগের প্রথম স্থানে উঠে এসছে রিয়েল মাদ্রিদ। তাদের থেকে ৩ পয়েন্ট পিছিয়ে বার্সা দ্বিতীয় স্থানে।