তরুণ ফুটবলারদের জন্য সুবর্ণ সুযোগ, এটিকে মোহনবাগানের চূড়ান্ত নির্বাচন হবে এই মাসেই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বাংলার খুদে প্রতিভাদের জন্য সুখবর। ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে যেসকল তরুণ বড় হচ্ছেন তাদের জন্য এটিকে মোহনবাগান নিয়ে এসেছে সুবর্ণ সু্যোগ। আগামী ১৫ এবং ১৬ই অক্টোবর এআইএফএফ সেন্টার অফ এক্সিলেন্সে এটিকে মোহনবাগানের যুব দলের জন্য চূড়ান্ত নির্বাচন হতে চলেছে।
ইতিমধ্যে এই বছরের মাঝামাঝি সময়, জুন মাসের ২০ থেকে ৩০ তারিখ পর্যন্ত অনুর্ধ্ব ১৩, অনুর্ধ্ব ১৫ এবং অনুর্ধ্ব ১৮ ফুটবলারদের প্রথম স্কাউটিং-এর ব্যবস্থা করেছিল সবুজ মেরুণ দল। সেখান থেকে নির্বাচিত হয়েছে মোট ১৭৭ জন প্রতিভাবান খেলোয়াড়। এর মধ্যে অনুর্ধ্ব ১৩ দলের চূড়ান্ত নির্বাচনের জন্য সুযোগ পেয়েছেন ৯৯ জন ফুটবলার এবং অনুর্ধ্ব ১৭ দলে সুযোগ পাওয়ার জন্য ৭৮ জন খেলোয়াড় চুড়ান্ত ট্রায়াল দেবেন।
আজ, ১৩ই অক্টোবর এটিকে মোহনবাগানের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া সাইটে এই ট্রায়ালের কথা ঘোষণা করে।কোন কোন খেলোয়াড় এই চূড়ান্ত নির্বাচনের জন্য সুযোগ পেয়েছে তাদের নামও এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ জানিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ার পোস্টে জানানো হয়েছে একমাত্র যারা নির্বাচিত হয়েছেন শুধুমাত্র তারাই সুযোগ পাবেন ট্রায়াল দেওয়ার জন্য।
এটিকে মোহনবাগানের তরফে এই নির্বাচনী পরীক্ষার জন্য বিস্তারিত তথ্যও একটি ছবির মাধ্যমে জানিয়েছে। এই ছবিতে বলা হয়েছে যে পরীক্ষার জন্য সকাল ৮:৩০ টার মধ্যে উপস্থিত থাকতে হবে খুদে ফুটবলারদের। চূড়ান্ত নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আনতে হবে জন্ম পত্র অথবা আধার কার্ড। অনুর্ধ্ব ১৭ দলের নির্বাচন হবে ১৫ই অক্টোবর, ২০২২। শুধুমাত্র সেই সব খেলোয়াড়ই সুযোগ পাবেন যাদের জন্য ২০০৬ সালের ১ই জানুয়ারি থেকে ২০০৮ সালের ৩১শে ডিসেম্বরের মধ্যে। এর পাশাপাশি অনুর্ধ্ব ১৪ দলের নির্বাচন হবে ১৬ই অক্টোবর ২০২২। অনুর্ধ্ব ১৪ দলে সুযোগ পেতে গেলে খেলোয়াড়দের জন্ম ২০০৯ সালের ১ই জানুয়ারি থেকে ২০১০ সালের ৩১শে ডিসেম্বরের মধ্যে হতে হবে।
এছাড়াও ছবিতে একটি Qr কোড দেওয়া হয়েছে, যা স্ক্যান করলেই দেখতে পাবেন কোন কোন তরুণ ফুটবলার এই ট্রায়ালে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন।