এই বিদেশীকে বাদ দিয়েই কেরালার বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান, দেখুন সম্ভাব্য একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইএসএলের প্রথম ম্যাচে হার, এবার কোচিতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে কঠিন ম্যাচে নামবে এটিকে মোহনবাগান। এই পরিস্থিতিতে নিজেদের সেরাটা দিতে মরিয়া থাকবে সবুজ-মেরুণ ব্রিগেড, কারণ ধারে-ভারে-শক্তিতে এবারের আইএসএলের অন্যতম ফেভারিট তারা।
কিন্তু কেরালার বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচে অনিশ্চিত বিদেশী মিডফিল্ডার কার্ল ম্যাকহিউ। এমন অবস্থায় চিন্তার ভাঁজ কপালে পড়েছে হেড কোচ জুয়ান ফেরান্ডোর। এই পরিস্থিতিতে কোন একাদশ নিয়ে শক্তিশালী কেরালার বিরুদ্ধে নামতে পারে এটিকে মোহনবাগান, দেখে নেওয়া যাক।
গোলে অবশ্যই শুরু করবেন বিশাল কাইথ। এদিকে চেন্নাইনের বিরুদ্ধে দুই গোল খেলেও ব্যাকলাইন একই রাখার ভাবনা রয়েছে জুয়ান ফেরান্ডোর। সেক্ষেত্রে তিন ব্যাক হিসেবে খেলবেন প্রীতম কোটাল, ব্রেন্ডন হ্যামিল ও শুভাশিস বসু। ফ্লোরেন্টিন পোগবার এই ম্যাচে শুরু করার সম্ভাবনা খুবই কম, পরিবর্ত হিসেবে পরে নামতে পারেন।
এদিকে দুই উইং হাফে খেলবেন আশিস রাই ও আশিক কুরুনিয়ন। এদিকে মাঝমাঠে ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে দীপক টাংরি থাকবেন, এবং রক্ষণ ও আক্রমণের মেলবন্ধনের কাজ করবেন জনি কাউকো।
এরপর আক্রমণে সহায়কের ভূমিকা পালন করবেন হুগো বুমোস। চেন্নাইনের বিরুদ্ধে ম্যাচে নিজের পরিচিত ছন্দের ঝলক দেখিয়েছিলেন। তবে এই ম্যাচে কি শুরু থেকে খেলবেন মনবীর সিং, নাকি লিস্টন কোলাসোকে দিয়ে শুরু করাবেন ফেরান্ডো? যা সম্ভাবনা, তাতে মনবীরই প্রথম পছন্দ হতে পারেন, যেহেতু গত ম্যাচে গোল করেছেন তিনি। আর ফরোয়ার্ডে খেলবেন দিমিত্রি পেত্রাতোস।
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ -
বিশাল কাইথ (গোলকিপার), প্রীতম কোটাল, ব্রেন্ডন হ্যামিল, শুভাশিস বসু, আশিস রাই, আশিক কুরুনিয়ন, দীপক টাংরি, জনি কাউকো, হুগো বুমোস, মনবীর সিং, দিমিত্রি পেত্রাতোস।