চেন্নাইন এফসির বিরুদ্ধে এই বিদেশী কম্বিনেশন নিয়ে খেলতে নামতে পারে এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইন এফসির বিরুদ্ধে আইএসএল ২০২২-২৩ অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান। ডুরান্ড কাপ ও এএফসি কাপের ভুল শুধরে এই ম্যাচে জেতার আপ্রাণ চেষ্টা করবে সবুজ-মেরুণ ব্রিগেড।
তবে সবুজ-মেরুণ হেড কোচ জুয়ান ফেরান্ডোর মাথায় ঘুরছে, কোন চার বিদেশীকে খেলানো যাবে এই ম্যাচে? এদিকে চোটের জেরে ছিটকে গিয়েছেন কিয়ান নাসিরি। ফলে আক্রমণভাগকে জোরদার করার জন্য ভাবনাচিন্তা করছেন জুয়ান ফেরান্ডো।
গোলে নিঃসন্দেহে শুরু করবেন বিশাল কাইথ, তিনিই দলের এক নম্বর গোলকিপার। এদিকে তিন ডিফেন্সেই খেলা এটিকে মোহনবাগানে ভরসা দেবেন প্রীতম কোটাল ও শুভাশিস বসু। কিন্তু বিদেশী ডিফেন্ডার হিসেবে কে নামবেন? এক্ষেত্রে ফ্লোরেন্টিন পোগবার থেকে ব্রেন্ডন হ্যামিলের নামার সম্ভাবনা বেশি। পোগবার ফিটনেস ও ফর্মের ঘাটতির কারণে হ্যামিলের শুরু করার সুযোগ বেশি।
এদিকে দুই উইংয়ে আশিস রাই ও আশিক কুরুনিয়নের খেলার সম্ভাবনা প্রবল। তবে যদি আশিস পুরো ফিটনেস লাভ না করতে পারেন, সেক্ষেত্রে মনবীর সিং খেলতে পারেন ঐ জায়গায়। সেন্ট্রাল মিডফিল্ডে দীপক টাংরির সাথে জুটি বাঁধবেন কার্ল ম্যাকহিউ। এর ফলে মাঝমাঠের সাথে রক্ষণের মেলবন্ধন আরও শক্তিশালী হয়ে উঠবে।
তবে কার্ল খেললে সেক্ষেত্রে বেঞ্চে বসতে হবে হুগো বুমোসকে। কারণ প্রথম একাদশে অটোমেটিক চয়েজ জনি কাউকো। ফিনল্যান্ডের এই অ্যাটাকিং মিডফিল্ডার এটিকে মোহনবাগানের নিউক্লিয়াস। এবং আক্রমণ তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবেন।
আর এটিকে মোহনবাগানের হয়ে অভিষেক করবেন অজি ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতোস। আর দিমিত্রিকে সহায়তা করতে আপ ফ্রন্টে খেলবেন এটিকে মোহনবাগানের প্রাণভোমরা লিস্টন কোলাসো।
চেন্নাইন এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ -
বিশাল কাইথ (গোলকিপার), প্রীতম কোটাল, ব্রেন্ডন হ্যামিল, শুভাশিস বসু, আশিস রাই / মনবীর সিং, আশিক কুরুনিয়ন, দীপক টাংরি, কার্ল ম্যাকহিউ, জনি কাউকো, দিমিত্রি পেত্রাতোস, লিস্টন কোলাসো।