কুয়ালালামপুরের বিরুদ্ধে শুরু থেকে খেলবেন দিমিত্রি? জানুন এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার এএফসি কাপ ইন্টার জোনাল সেমি ফাইনালে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটি এফসি। ঘরের মাঠের সুবিধা পাওয়া এটিকে মোহনবাগান এই ম্যাচে নিঃসন্দেহে অন্যতম বড় ফেভারিট।
এই পরিস্থিতিতে কি একাদশ নিয়ে নামতে পারেন কোচ জুয়ান ফেরান্ডো? ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে আক্রমণাত্মক ফুটবল খেলার ইঙ্গিত দিয়েছেন স্প্যানিশ এই কোচ। এবং এই ম্যাচে অভিষেক করতে চলেছেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার দিমিত্রি পেত্রাতোস। তবে শুরু থেকে কি খেলবেন তিনি?
যা সম্ভাবনা, তাতে দিমিত্রি হয়ত শুরু থেকে খেলবেন না। কুয়ালালামপুর সিটি এফসির দুর্ধর্ষ আক্রমণভাগকে রুখতে শুরু থেকে হয়ত ডিফেন্সে খেলতে পারেন দুই বিদেশী ফ্লোরেন্টিন পোগবা ও ব্রেন্ডন হ্যামিল। শারীরিক অসুস্থতা কাটিয়ে পুরো ফিট হয়ে উঠেছেন হ্যামিল।
এদিকে পোগবা-হ্যামিলের সাথে ডিফেন্সে আসতে পারেন শুভাশিস বসু। সেক্ষেত্রে প্রীতম কোটাল জায়গা নাও পেতে পারেন। গত ডুরান্ড কাপে বেশ ভালো পারফর্ম করেছিলেন শুভাশিস। এদিকে গোলের নীচে শুরু করবেন বিশাল কাইথ।
দুই উইংয়ে আশিস রাই ও আশিক কুরুনিয়নকে রাখতে পারেন জুয়ান ফেরান্ডো। আক্রমণ ও রক্ষণে সমান তাল বজা রাখতে পারেন আশিক-আশিস। এদিকে সেন্ট্রাল মিডফিল্ডে জুটি বাঁধতে পারেন লেনি রডরিগেজ ও দীপক টাংরি।
এদিকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন জনি কাউকো, যিনি এই দলের নিউক্লিয়াস বলাই যায়। এবং যা সম্ভাবনা, অধিনায়কত্বের আর্মব্যান্ড পেতে পারেন জনি। এবং আক্রমণে লিস্টন কোলাসো ও হুগো বুমোস শুরু করবেন। প্রয়োজন হলে সেক্ষেত্রে হুগোর জায়গায় ম্যাচের পরের দিকে পরিবর্ত হিসেবে নামবেন দিমিত্রি।
কুয়ালালামপুর সিটি এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ - বিশাল কাইথ (গোলকিপার), শুভাশিস বসু, ফ্লোরেন্টিন পোগবা, ব্রেন্ডন হ্যামিল, আশিস রাই, আশিক কুরুনিয়ন, দীপক টাংরি, লেনি রডরিগেজ, জনি কাউকো (অধিনায়ক), হুগো বুমোস, লিস্টন কোলাসো।