কলকাতা লিগে দল তৈরি না করতে পারা নিয়ে আইএফএকে চিঠি এটিকে মোহনবাগানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই সম্ভাবনা এসেছিল, চলতি কলকাতা লিগে দল নামাতে গিয়ে সমস্যায় পড়বে এটিকে মোহনবাগান। আসন্ন ২৪-২৭ সেপ্টেম্বর ভিয়েতনাম সফরের জন্য ইগর স্টিম্যাচের ভারতীয় দলে যোগ দেবেন এটিকে মোহনবাগানের আট ফুটবলার।
এবং কেবল চার বিদেশীকে কলকাতা লিগে নথিভুক্ত হওয়ার নিয়মের জেরে তিন গোলকিপার সহ এটিকে মোহনবাগানে কেবল ১৬জন ফুটবলার থাকবে কলকাতা লিগ খেলার জন্য।
এই পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের তরফ থেকে চিঠি পাঠানো হয় বাংলার ফুটবল নিয়ামক সংস্থা আইএফএকে। সেখানে এটিকে মোহনবাগান জানায়, জাতীয় দলের দুটি প্রস্তুতি ম্যাচের জেরে একাধিক ফুটবলারকে পাবে না কলকাতা লিগের জন্য, যার ফলে দল তৈরি করতে সমস্যা হবে তাদের।
এমন অবস্থায় বেশ চিন্তায় পড়ে গিয়েছে আইএফএ। ইতিমধ্যেই মোহনবাগানের দাবিমত কিস্তিতে বকেয়া অর্থ মেটানোর কাজ শুরু করে দিয়েছে বাংলার ফুটবল নিয়ামক সংস্থা। এমনকি, কয়েক দিন আগে ১২ লক্ষ টাকার চেক ইতিমধ্যেই দেওয়া হয়েছে মোহনবাগান ক্লাবকে।
এই পরিস্থিতিতে এক্সট্রা টাইম বাংলার তরফ থেকে আইএফএর সাথে যোগাযোগ করা হয়। সেখানে জানা গিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর দেশে ফিরবেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। এবং এই বিষয়ে সভাপতির সাথে আলোচনা করবে আইএফএ। এবং কল্যাণ চৌবের নির্দেশ অনুযায়ীই পদক্ষেপ নেবে আইএফএ।
সব মিলিয়ে, এটিকে মোহনবাগানের আবারও কলকাতা লিগ খেলার জটিলতা বাড়ল।