এটিকে মোহনবাগানের সিএফএল না খেলার সিদ্ধান্ত সঠিক না অজুহাত? নিয়ম বোঝালেন বিনো জর্জ

কলকাতা লিগে সুপার ৬ পর্ব এর খেলা শুরু হয়েছে বেশ কিছুদিন। তবে খেলছে মাত্র ৫ টি দল। আইএসএলের দোহাই দিয়ে এটিকে মোহনবাগান কলকাতা লিগে দল নামায়নি। সবুজ-মেরুণ কর্মকর্তারা জানিয়েছিলেন এফএসডিএলের তরফে খেলোয়াড়দের খেলানো নিয়ে নিষেধাজ্ঞা জানানো রয়েছে।
তবে আজ ইস্টবেঙ্গল বনাম এরিয়ান ম্যাচে লাল হলুদ দলের ৮ জন ফুটবলারকে খেলানো হয়, যারা আইএসএলে নথিভুক্ত রয়েছেন। এর মধ্যে ছিলেন কেরালা ম্যাচে খেলা অঙ্কিত মুখার্জি, আইএসএলে দুই ম্যাচে পরিবর্ত হিসেবে নামা হায়োকিপ, আইএসএলের শেষ ম্যাচে পরিবর্ত হিসেবে নামা মোবাশির রহমান, অনিকেত যাদব। এছাড়া ডুরান্ড কাপে খেলা প্রিতম কুমার সিং, আঙ্গু সানা।
স্বাভাবিক ভাবেই এবার প্রশ্ন উঠছে এটিকে মোহনবাগানের যুক্তির বিশ্বাসযোগ্যতা নিয়ে। এরিয়ান ম্যাচ শেষে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ বললেন, "এটিকে মোহনবাগানেরও খেলার কথা ছিল, কিন্তু তারা খেলেনি। ইস্টবেঙ্গল কলকাতা লিগ খেলায়, দলের যে সমস্ত খেলোয়াড় সেভাবে খেলার সময় পাচ্ছিলনা তারা খেলার সুযোগ পাচ্ছেন। যা দলের জন্য ভালো। সবটাই ম্যানেজমেন্টের উপর নির্ভর করে। সব লিগের নিয়ম কানুন ম্যানেজমেন্ট জানে। যদি কোনোরকম সমস্যা থাকতো কলকাতা লিগ খেলা নিয়ে তাহলে ইস্টবেঙ্গল ক্লাবও দল নামাতো না।"