রয়-ডেভিডদের কথা বলে এনার্জি নষ্ট করতে চাই না! হেরেও যুক্তি শোনালেন জুয়ান ফেরান্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এএফসি কাপ ইন্টার জোনাল সেমি ফাইনালের মত বড় মঞ্চ, তাও আবার ঘরের মাঠে। এমনকি, সামনে সেরকম শক্তিশালী দলও ছিল না এই কুয়ালালামপুর সিটি এফসি। অথচ মালয়েশিয়ার এই ক্লাবের কাছে ১-৩ ফলে হেরে বসল এটিকে মোহনবাগান।
এবং এই হারের পুরো দায় পড়েছে কোচ জুয়ান ফেরান্ডোর উপর। কেন এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নেই অস্ট্রেলিয়ান বিশ্বকাপার দিমিত্রি পেত্রাতোস? কেন কোনও পজিটিভ স্ট্রাইকার নেওয়া হয়নি দলে? ব্রেন্ডন হ্যামিল ও ফ্লোরেন্টিন পোগবার মত দুই বিদেশী ডিফেন্ডারকে নিয়ে নামলেও কেন হারল এটিকে মোহনবাগান? স্বাভাবিকভাবে প্রশ্ন উড়ে আসছে।
এবং এসব নিয়ে অদ্ভুত যুক্তি শোনালেন এটিকে মোহনবাগান কোচ। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ফেরান্ডোকে দলের জঘন্য ফিনিশিং নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এই ম্যাচে আমার অ্যাটাকাররা ভালো সুযোগ পেয়েছিল, তবে গোল না করতে পারাটা আমাদের দূর্বলতা। বল কতটা দখলে রাখলাম, কটা পাস খেললাম, সেটা গুরুত্বপূর্ণ নয়। মাঝমাঠ দখল করলেই হয় না, গোলটাও করতে হয়।"
এদিকে কি কারণে খেলানো হল না দিমিত্রিকে? এই প্রশ্নের উত্তরে ফেরান্ডো যুক্তি দেখালেন, "কয়েক দিন আগে দিমিত্রি দলের সাথে যোগ দিয়েছেন। তবে কার্ল ম্যাকহিউ ও জনি কাউকো দুজনেই এই দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং ওনাদের খেলানো দরকার ছিল। যেহেতু পোগবা ও হ্যামিল এক সাথে অনেক দিন অনুশীলন করেছে, তাই ওদের রেখেছি।"
শেষে সেই চিরন্তন প্রশ্ন, এই পরিস্থিতিতে ক্লাব থেকে বিতাড়িত দুই তারকা রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামসকে কি মিস করছেন না ফেরান্ডো? এই নিয়ে সবুজ-মেরুণ কোচ বলেছেন, "যারা নেই তাদের নিয়ে কথা বলে এনার্জি নষ্ট করতে চাই না। যারা দলে রয়েছে, তাদের নিয়ে কাজ করতে হবে। আমার মনে হয় না ওদের ছাড়াটা ভুল সিদ্ধান্ত ছিল।"
সব মিলিয়ে, এএফসি কাপে এমন বিদায়ে জুয়ান ফেরান্ডোর জায়গাটাকে টলমল করে দিল, তা বলাই যায়। এবং এই ভুলগুলি যদি আসন্ন আইএসএলে না শুধরাতে পারে এটিকে মোহনবাগান, তাহলে হতাশা বজায় থাকবে সবুজ-মেরুণ ব্রিগেডের।