পেত্রাতোসের হ্যাটট্রিক! কেরলাকে এবার হারাল এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ডি ডি এল জের সর্ষে ক্ষেতের মত কেরালা ব্লাস্টার্স এর গ্যালারি। তাকেই ভয় পাচ্ছে অনেকে। কেরালার নাম্বার টুয়েলভ। এবার কিন্তু আসল কাজ করে দেখাল এটিকে মোহনবাগান । কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৫-২ গোলে জয় আইএসএলে যে আলাদা অক্সিজেন দেবে । কয়েকদিন আগে জাতীয় গেমসে বাংলা কেরালা কে হারায় ৫-০ গোলে। এবার এটিকে মোহনবাগান ৫ গোল দিল কেরালাকে। দিমিত্রি পেত্রাতোসের হ্যাটট্রিক।
৬ মিনিটে গোল কেরালার। ইভান কলাউজানি গোল করেন। ধীরে ধীরে ম্যাচে ফেরে সবুজ মেরুন।প্রথমবার কেরালা ব্লাস্টার্সের জালে যখন দিমিত্রি পেত্রাতোস ম্যাচের ২৩ মিনিটের মাথায় বল জড়িয়েছিল তখন স্তব্ধ হল স্টেডিয়াম। আর দ্বিতীয় গোল মনবীরের অসাধারণ পাসে জনি কোউকোর। বোঝা গেল কাউকো কেন আলাদা! বিল্ডআপ ফুটবলে ভরসা রেখেছিলেন জনি। কেরালার নেগেটিভ ট্রানজিসনের দুর্বলতাকে কাজে লাগিয়ে খেলা ধরে ফেলে মোহনবাগান।
দিমিত্রি, কাউকো, আশিক, প্রীতমদের দাপটে ৬৩ মিনিটের মাথায় ফের একটি গোল করে বাগান। এই নিয়ে এদিনের ম্যাচে দিমিত্রির পা থেকেই এল দ্বিতীয় গোল।
প্রথম ম্যাচে হার! তাই দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া ছিলেন বাগান স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্ড। এদিনের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে দুই দকের। দ্বিতীয়ার্ধে ৮১ মিনিটের মাথায় তাদের দ্বিতীয় গোল দেয় কেরল। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কাউন্টার অ্যাটাক ভিত্তিক ফুটবল খেলে ৯০ মিনিটের মাথায় ফের গোল। আর অতিরিক্ত সময়ে আবারও একটি গোল লেনীর।কেরলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন দিমিত্রি। সেই সেই সঙ্গে চলতি মরসুমে প্রথম হ্যাটট্রিকও আসে তাঁর পা দিয়েই।