ডি মারিয়া কি খেলবেন বিশ্বকাপ? স্বস্তির খবর আর্জেন্তিনার সমর্থকদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আর এক মাস বাদেই ফুটবল জগতের সেরা বিনোদন ফিফা বিশ্বকাপ শুরু হবে। তার আগেই বড় ধাক্কা খেলো ল্যাটিন দল আর্জেন্টিনা। গতকাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ডি মারিয়া তার ফুটবল ক্লাব জুভেন্টাসের হয়ে খেলতে গিয়ে চোট পায়। মাক্কাবি হাইফার বিরুদ্ধে ২-০ পরাজিত হওয়ার পাশাপাশি আর্জেন্টাইন উইঙ্গার খেলার মাঝে গুরুতর চোট পায়। এরপরেই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চিন্তা প্রকাশ করেন আর্জেন্টিনার সমর্থকেরা।
চোট পাওয়ার পরেই ৩৪ বছর বয়সি ল্যাটিন তারকাকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়। জুভেন্টাস ক্লাবের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে বলা হয় অ্যাঞ্জেল ডি মারিয়া টেস্ট করা হয়। সেখানে দেখা যায় ডি মারিয়ার ডান পায়ের হ্যামস্ট্রিং-এ নিম্ন গ্রেডের ক্ষত হয়েছে।
জুভেন্তাসের তরফে জানানো হয়েছে যে এই চোট থেকে সুস্থ হয়ে উঠতে ডি মারিয়ার প্রায় ২০ দিন সময় লাগবে।
সুতরাং আর্জেন্টিনার সমর্থকেরা যে চিন্তা করছিলেন তা একটু হলেও কমতে পারে। কারণ বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর থেকে। তার আগে সুস্থ হয়ে যাবেন ডি মারিয়া, এমনটাই অনুমান করা হচ্ছে।
প্রসঙ্গত ডি মারিয়ার গোলেই আর্জেন্টিনা ৩২ বছর পর কোপা আমেরিকা জয় লাভ করে। এরপর ইটালির বিরুদ্ধে কাপ অফ চ্যাম্পিয়ন্সেও তার গোলে ল্যাটিন দল জেতে। এছাড়াও অসংখ্য গুরুত্বপূর্ণ খেলায় আর্জেন্টিনাকে সে একা জিতিয়েছে। সুতরাং মেসির দেশে তার গুরুত্ব কতোটা তা বোঝাই যায়।
২০২২ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলতে নামবে সৌদি আরবের বিরুদ্ধে ২২শে নভেম্বর।