ফুটবলের উন্নয়নের স্বার্থে কৌশলগতভাবে জোটবদ্ধ হল AIFF ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে দোহায় বিশেষ সফরে গিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ও সচিব শাজি প্রভাকরণ। এবং সেখানে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের শীর্ষকর্তাদের সাথে বৈঠক করে বিশেষ স্ট্র্যাটেজিক জোটবন্ধনে আবদ্ধ হল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ হামাদ বিন খলিফা বিন আহমেদ আল-থানি, সচিব মনসুর আল-আনসারি ও অন্যান্য শীর্ষকর্তাদের সাথে রবিবার কাতার ফুটবলের কার্যালয়ে আলোচনা করেন কল্যাণ-শাজি। এবং সেখানে ভারত ও কাতার উভয় দেশের ফুটবলের উন্নয়নের বিষয়ে বিশেষ কৌশলগত উপায়ে জোটবদ্ধ হওয়ার বিষয়ে আলোচনা করেন তারা।
বৈঠকের পর কল্যাণ চৌবে বলেছেন, "আমি কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে ধন্যবাদ জানাতে চাই ওনার মূল্যবান সময় খরচ করে ভারত ও কাতারের জোটবদ্ধ হওয়ার বিষয়ে আলোচনা করার জন্য। আমি নিশ্চিত সুদূর ভবিষ্যতে এটি দুই দেশের জন্যই লাভজনক হবে।"
চলতি সপ্তাহেই দোহায় গিয়েছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি ও সচিব। গত শুক্রবার ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাথে আলোচনা করেন কল্যাণ-শাজি, এবং ভারতীয় ফুটবলের উন্নয়নের বিষয়ে আলোচনা করেন তারা।