ক্যান্সারে আক্রান্ত মোহনবাগান সমর্থক। সাহায্য চেয়ে আবেদন পরিবারের...

নিজস্ব প্রতিনিধি: দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি মোহনবাগানের একনিষ্ঠ সমর্থক কুণাল ঘোষ। লক ডাউনে চিকিৎসা চললেও, খুব ধীর গতিতে এগোচ্ছে। সব রিপোর্ট একেবারে পাওয়া যাচ্ছে না। তবে মুখ দিয়ে যে ব্লিডিং হচ্ছিল, সেটা এখন বন্ধ হয়েছে।
কুড়ি দিন আগে হঠাৎই প্লেটলেট ওঠানামা করতে থাকে কুণাল ঘোষের। সঙ্গে সঙ্গে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় আরও একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই ধরা পড়ে ব্লাড ক্যান্সার হয়েছে কুণালবাবুর। তারপরেই তাঁকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেই সময় মুখ দিয়ে ব্লিডিং হচ্ছিল ওনার। এখন তা বন্ধ হয়েছে।
পরিবারের তিনিই একমাত্র রোজগার করেন। সংসারে বৃদ্ধা মা ছাড়াও আছেন স্ত্রী ও কন্যা। এই মুহূর্তে গভীর সঙ্কটে আছেন ওনার পরিবার। স্ত্রী পিয়ালী ঘোষ বলছিলেন, "একদিকে লকডাউন। অন্যদিকে স্বামীর এই অবস্থা। বুঝে উঠতে পারছি না, কী করব। চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন।"
এই মুহূর্তে যদি কুণালবাবুর চিকিৎসার জন্য মোহনবাগান, ইস্টবেঙ্গল নির্বিশেষে, শুভাকাঙ্খী মানুষরা এগিয়ে আসেন, তাহলে উপকৃত হন তাঁর পরিবার। তার জন্য স্ত্রীর ফোন নম্বর ছাড়াও, ব্যাঙ্ক ডিটেলসও দিয়েছেন তারা।