সিনিয়র জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য ঘোষিত হল শক্তিশালী বাংলা দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১ মে থেকে শুরু হতে চলা সিনিয়র জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য ঘোষিত হল বাংলা দল। আয়োজক হিসেবে এবারের চ্যাম্পিয়নশিপে ফেভারিট দীপঙ্কর বিশ্বাসের কোচিংয়ে খেলতে চলা বাংলার মেয়েরা।
২২ সদস্যের এই স্কোয়াডে নিঃসন্দেহে সব থেকে বড় নাম জাতীয় দলে নিয়মিত সদস্যা মিডফিল্ডার সঙ্গীতা বাসফোর। এছাড়া ফরোয়ার্ড লাইনে মৌসুমী মূর্মু ও সুলঞ্জনা রাউল গত দুই বছর ধরে দুর্দান্ত পারফর্ম করেছেন।
গোলকিপার - মঞ্জু, গুরুবারি মান্ডি, নন্দিতা মন্ডল
ডিফেন্স - সুস্মিতা লেপচা, অনিতা ওরাওঁ, সরস্বতী মূর্মু, মুগলি সোরেন, পুনম, মিনি রায়, পূজা।
মিডফিল্ড - সঙ্গীতা বাসফোর, অনিবালা দেবী, সাথী দেবনাথ, রিম্পা হালদার, কবিতা সোরেন।
ফরোয়ার্ড - মৌসুমী মূর্মু, সুলঞ্জনা রাউল, মমতা মাহাতো, সুনীতা মুন্ডা, সুমিলা চানু, দুলার মারান্ডি, সুজাতা মাহাতো।
বিগত বেশ কয়েক দিন ধরে এই চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সেরেছে বাংলা দল। নিউটাউনে আবাসিক শিবিরের আয়োজন করে সল্টলেকে অনুশীলন করেছে তারা। মহামেডান যুব দলের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা।
এই চ্যাম্পিয়নশিপে গ্রুপ এ-তে রয়েছে বাংলা, যেখানে তাদের সাথে রয়েছে তামিলনাড়ু, দিল্লি, পাঞ্জাব, রেলওয়েজ ও চন্ডীগড়। গ্রুপের শেষ ম্যাচ বাদে বাংলা তাদের সমস্ত ম্যাচ খেলবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে।