ধন্যবাদ জানিয়ে ইস্টবেঙ্গল সচিবকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নিজস্ব প্রতিনিধি: ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদারকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড নাইটিনের জন্য স্বতঃস্ফূর্ত ভাবে রাজ্য সরকারকে অনুদান দেওয়ার জন্য।
COVID-19'এ আক্রান্ত গোটা বিশ্ব। এর থেকে বাদ যায়নি আমাদের দেশ, রাজ্য-- কোনও কিছুই। সরকারের ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছে ইস্টবেঙ্গল ক্লাবও। তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আর এই ধরনের সামাজিক কাজে এগিয়ে আসার জন্যই লাল-হলুদ ক্লাবের কর্তা, সদস্য, সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর লেটার হেডে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী প্রিয় কল্যাণ বলে শুরু করেছেন। বাংলাতে খুব সংক্ষেপে লেখা সেই চিঠি। শেষে শুভেচ্ছান্তে মুখ্যমন্ত্রীর নাম। ক্লাব থেকে একথা স্বীকার করে নিয়ে বলা হয়েছে, এটা সত্যি কোভিড নাইটিনের অনুদানের জন্য ক্লাব সচিবকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।