যুবরাজ সিংয়ের এই দামী পরামর্শেই নিজের প্রথম শতরান হাঁকালেন শুভমন গিল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত সোমবার জিম্বাবওয়ের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে নিজের প্রথম শতরান হাঁকান ভারতের তরুণ ওপেনার শুভমন গিল। ১৫টি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ৯৭ বলে ১৩০ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন গিল, আর এর সাহায্যে ভারত ১৩ রানে হারায় জিম্বাবওয়েকে।
গত কয়েক বছর ধরে ভারতীয় দলের সার্কিটে রয়েছেন শুভমন, একাধিকবার শতরানের কাছাকাছি গিয়েছিলেন তিনি, কিন্তু তা আর পাওয়া হয়ে ওঠেনি। কিন্তু সেই খরা মিটল সোমবার হারারেতে। এবং এই শতরান পাওয়ার ক্ষেত্রে বড় অবদান রয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের।
কিভাবে? জিম্বাবওয়ে সফরে আসার আগে যুবরাজের সাথে দেখা করেছিলেন গিল, আর সেখানে যুবরাজ এমন এক দামী পরামর্শ দিয়েছিলেন, যার জেরে এই শতরান অর্জন করেছেন শুভমন।
এই নিয়ে বিসিসিআইকে দেওয়া সাক্ষাৎকারে শুভমন বলেছেন, "জিম্বাবওয়ে আসার আগে আমি ওনার (যুবরাজ) সাথে দেখা করেছিলাম এবং উনি বলেছিলেন যে তুমি খুব ভালো ব্যাট করছো এবং যখনই তুমি সেট হচ্ছো, চেষ্টা করো শেষ অবধি ব্যাট করার।"
"আমি ওনাকে বলেছিলাম, 'শতরান আসছে না।' আর ওনার উত্তর ছিল, 'চিন্তা করো না, চলে আসবে।'" এদিকে শুভমনের শতরান পাওয়ার পর যুবরাজ নিজের টুইটারে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "অবশেষে! দারুণ খেলেছো শুভমন। তুমি এই শতরানের যোগ্য ছিলে। প্রথম শতরানের জন্য শুভেচ্ছা, আরও এরকম যেন আসে। এটা সবে শুরু।"
নিজের শতরান নিয়ে শুভমন গিল ইশান কিশানের সাথে একটি চ্যাট শোয়ে বলেছেন, "ব্যাট করার জন্য ভালো উইকেট ছিল। আমি তোমার (ইশান) সাহায্য পেয়েছি এবং ভাগ্য আমার সহায় ছিল এবং গুরুত্বপূর্ণ ছিল সুযোগের সদ্ব্যবহার করার এবং আমি খুশি যে আমি এটি করতে পেরেছি।"