WTC ফাইনালের আগে নানা রঙের বল নিয়ে অভিনব অনুশীলন ভারতের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ৭ জুন থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে টিম ইন্ডিয়ার প্রস্তুতি তুঙ্গে। এতদিন কেন্টের আরুনডেল ক্যাসল ক্রিকেট ক্লাবে জোরদার অনুশীলন সেরেছে ভারত, বিশেষ করে ফিল্ডিংয়ে আলাদা করে জোর দেওয়া হয়েছে।
আরও পড়ুন - কি হবে যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বৃষ্টিতে ভেস্তে যায়?
ডিউক বলের নড়াচড়া এতটাই বেশি হয়, যার জন্য ইংল্যান্ডে উইকেটকিপিং ও স্লিপ ক্যাচিং বেশ কঠিন হয়ে পড়ে। সেই কারণে ভারতের ফিল্ডিং কোচ টিপি দিলীপ বিভিন্ন ধরণের অনুশীলন করাচ্ছেন, আর তার মধ্যে অন্যতম হল নানা রঙের বল দিয়ে অনুশীলন।
কিন্তু কেন এই রঙিন বলের ব্যবহার করা হচ্ছে? এতে বলের শেষ মুহুর্তের নড়াচড়ার সাথে মানিয়ে নিতে পারবেন খেলোয়াড়েরা, যাতে একটিও ক্যাচ না পড়ে। মূলত সবুজ ও হলুদ রঙ সহ বিভিন্ন ধরণের রঙের বল নিয়ে অনুশীলন করা হচ্ছে।
এগুলি মূলত রাবার দিয়ে তৈরি, যার নাম দেওয়া হয়েছে রিয়্যাকশন বল। মূলত ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে এই বল দিয়ে অনুশীলন করা হয়, যেহেতু সেখানে হাওয়া ও ঠান্ডা আবহাওয়া বড় প্রভাব হয়ে দাঁড়ায়।