শচীন ও বিরাটের মধ্যে মিল কোথায়? কী বললেন মাইকেল ক্লার্ক? জানতে পড়ুন...

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট বিশ্বের যেকোনও পিচে, যেকোনও প্রতিপক্ষের বিরুদ্ধে দুজনেই বড় রান করতে পারেন। একজন শচীন তেন্ডুলকর। অন্যজন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। আর কঠিন পরিস্থিতির মধ্যেও বড় রান মানসিকতার জন্যই 'মাস্টার ব্লাস্টার' ও 'কিং কোহলি'র মধ্যে মিল খুঁজে পেয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক।
আন্তর্জাতিক কেরিয়ারে যাঁদের সঙ্গে বা বিরুদ্ধে খেলেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে থেকে সেরাদের বেছে নিয়েছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তবে এই তালিকায় তিনি মাত্র এক জন অজিকেই রেখেছেন ক্লার্ক। তালিকায় শচীন ও বিরাট ছাড়াও আছেন সচিন-বিরাট আছেন ব্রায়ান লারা, এবি ডি ভিলিয়ার্স, জ্যাক কালিস, রিকি পন্টিং ও কুমার সঙ্গাকারার মত প্রবাদপ্রতিম ব্যাটসম্যান। ক্লার্ক বলেছেন, "টেকনিকের দিক দিয়ে আমার দেখা সেরা ব্যাটসম্যান হল শচীন। টেকনিকের পাশাপাশি অনেক রকম শট নেওয়ার ক্ষমতা শচীনের মধ্যে ছিল। নিজে কোনও ভুল না করলে ওকে আউট করাই সবচেয়ে কঠিন।"
তবে শুধু শচীন নয়। বিরাটের ব্যাটিং নিয়েও মুখ খুললেন ক্লার্ক। তিনি যোগ করেন, "এই মুহূর্তে তিন ফরম্যাট মিলিয়ে সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ওর এক দিনের ও টি-টোয়েন্টির রেকর্ড অবিশ্বাস্য। টেস্ট ক্রিকেটেও দাপট দেখাচ্ছে। তাই শচীন ও কোহলির মধ্যে সবচেয়ে বড় মিল হল, ওরা দু’জনেই বড় শতরান করতে ভালবাসে।"