শচীন তেন্ডুলকরকে স্লেজিং করার চেষ্টা করেছিলেন অশোক দিন্দা, তারপর যা ঘটল…

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারত তথা বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটারদের তালিকায় উপরের দিকেই নাম থাকবে শচীন তেন্ডুলকরের। আন্তর্জাতিক ক্রিকেটে অসংখ্য রেকর্ডের মালিক শচীন ২৪ বছর ধরে নানা পরিস্থিতির মোকাবিলা করেছেন। এবং প্রতিপক্ষদের তরফ থেকে স্লেজিংও সামলেছেন ক্রিকেটের ঈশ্বর।
তবে প্রতিপক্ষের স্লেজিংয়ে শচীন আরও বেশি জ্বলে ওঠেন, সেটি তার দীর্ঘ কেরিয়ার দেখলে স্পষ্ট। আর সেই শচীনকেই স্লেজ করার চেষ্টা করেছিলেন বাংলার তারকা পেসার অশোক দিন্দা। সেই কাহিনীই তুলে ধরলেন বাংলার প্রাক্তন উইকেটকিপার দীপ দাশগুপ্ত।
সালটা ২০০৭, রঞ্জি ট্রফির ফাইনালে মুখোমুখি বাংলা ও মুম্বই। এক দিকে মুম্বই দলে ছিলেন শচীন, অন্যদিকে বাংলার হয়ে নিজের প্রথম ঘরোয়া মরশুম খেলছিএন অশোক দিন্দা। এবং সেই সময়ের রগচটা দিন্দা কিভাবে শচীনকে স্লেজিং করার চেষ্টা করেছিলেন, এবং তার ফল কিভাবে ভুগল বাংলা, তা এক সাক্ষাৎকারে জানিয়েছেন দীপ দাশগুপ্ত।
দীপ বলেছেন, "রঞ্জি ফাইনাল ছিল বাংলা ও মুম্বইয়ের বিরুদ্ধে। আমি বাংলার অধিনায়ক ছিলাম এবং আমরা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিই। ভেজা উইকেটে, মুম্বই শুরুতেই উইকেট হারায় এবং জাহির খান, অজিত আগরকার, রোহিত শর্মার মত বড় নাম ছিল।"
এরপর দীপ উল্লেখ করেন, কিভাবে তিনি দিন্দাকে বারণ করেছিলেন শচীন তেন্ডুলকরকে স্লেজ না করার জন্য, তিনি বলেছেন, "ওরা শুরুতেই দুটি উইকেট হারায় এবং তারপর শচীন ব্যাট করতে আসেন। সেটি ছিল অশোক দিন্দার প্রথম মরশুম, উনি তরুণ ও গতিশীল ছিলেন। আমি ওকে আগেই বলেছিলাম, 'শচীনের বিরুদ্ধে, শুধু বল করবে।' দিন্দার অভ্যেস আছে ফলো থ্রুতে দুই-তিন ধাপ অতিরিক্ত এগিয়ে এসে ব্যাটারদের দিকে তাকানো, যখনই তারা বল মিস করে। তাই আমি স্পষ্ট করে ওকে বলেছিলাম, 'শচীনকে কিছু বলবে না।'"
"এরপর একটি বল ও একটু শর্ট করে, উইকেটে বাউন্স হয় আর সেটি শচীনের কাঁধে গিয়ে লাগে। উনি ওনার হাত ঝাঁকান, বোঝাই যাচ্ছিল শচীনের চোট লেগেছে। আর তারপর দিন্দা এগিয়ে এসে ওনার দিকে তাকাতে থাকে। আমি ভাবলাম, 'কি করছ তুমি ভাই।'"
এরপর শচীন প্রথম ইনিংসে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, এবং দ্বিতীয় ইনিংসে ৪৩ রান করেন। আর এর জেরে মুম্বই বাংলাকে ১৩২ রানে হারিয়ে রঞ্জি ট্রফি জিতে নেয়।