ভারতীয় দলের বেঞ্চ শক্তি বাড়াতে বদ্ধপরিকর রোহিত শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা বছরের প্রায় পুরো সময় ধরেই খেলায় থাকেন। এবং বছরের বেশ কিছু সময়ে গুরুত্বপূর্ণ কিছু সিরিজ ও টুর্নামেন্ট থেকে যায়, যেখানে পূর্ণশক্তির দল প্রয়োজন। এই পরিস্থিতিতে বেঞ্চ শক্তিকে বাড়ানোর জন্য উদ্যোগী হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।
গত টি২০ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের পর, ভারত তাদের দলে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করেছে। এবং চোট-আঘাত ও কর্মক্ষমতার প্রয়োগকে মাথায় রেখে একাধিক পরিবর্তন এসেছে দলে।
এই নিয়ে এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলেছেন, "আমরা প্রচুর ক্রিকেট খেলি, তাই চোট ও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ভাবতে হয় আমাদের। সেই কারণে আমরা খেলোয়াড়দের রোটেট করি।"
এরপর রোহিত বলেছেন, "তবে এতে আমাদের বেঞ্চ শক্তির কাছে সুযোগ আসে খেলার, যে কারণ আমরা চেষ্টা করতে পারি আরও অনেক ছেলেদের সুযোগ দিতে যারা আন্তর্জাতিক পর্যায়ে পারফর্ম করতে তৈরি।"
বেঞ্চ শক্তি বাড়ানো নিয়ে রোহিত বলেছেন, "আমরা আমাদের বেঞ্চ শক্তি তৈরি করতে চাই, আমাদের নিশ্চিত করতে হবে যে ভারতের ভবিষ্যৎ যেন নিরাপদ হাতে থাকে। সেই পরিকল্পনাই আমরা করার চেষ্টা করেছি।"