এশিয়া কাপের মাঝে সমুদ্রে মজায় কাটালেন রোহিত-বিরাটরা, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তান ও হংকংকে হারিয়ে অনায়াসে শেষ চারে যোগ্যতা অর্জন করেছে টিম ইন্ডিয়া। আর এই পরিস্থিতিতে মানসিকভাবে ফিট থাকতে দুবাইতে ছুটি কাটালেন ভারতীয় ক্রিকেটাররা।
সমুদ্রে গিয়ে সার্ফিং এবং ভলিবল খেলায় মাতলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহালরা। বেশ মজা করছিলেন টিম ইন্ডিয়ার তারকারা। এবং এই মুহুর্তের ভিডিও প্রকাশ করে বিসিসিআই।
এই নিয়ে তারকা লেগ স্পিনার চাহাল বলেছেন, "ছুটি থাকায় রাহুল দ্রাবিড় স্যার সিদ্ধান্ত নেন যে আমাদের কিছু মজার কাজ করা উচিত। বেশ মজা এসেছে, ভীষণ স্বস্তিকর। আমরা দারুণ মজা করেছি। আপনি দেখতে পারছেন এখানে প্রত্যেকে খুশি ও উৎফুল্ল। এতেই দলগত সংহতি তৈরি হয়।"
আগামী রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার হতে চলা পাকিস্তান ও হংকংয়ের মধ্যেকার ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে শেষ চারের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।