ভারতের কাছে হারের পর প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন হংকংয়ের কিঞ্চিৎ শাহ, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার এশিয়া কাপের লড়াইয়ে ভারতের কাছে ৪০ রানে পরাজিত হয় হংকং। তবে এই ম্যাচে যথেষ্ট লড়াই দেখান হংকং ব্যাটাররা। এর মধ্যে ছিলেন কিঞ্চিৎ শাহ, যিনি ৩০ রানের প্রত্যয়ী ইনিংস খেলে সকলের নজর কাড়েন।
তবে ব্যাটিং ছাড়াও আরও একটি বিশেষ কারণে শিরোনাম কেড়ে নেন কিঞ্চিৎ। ম্যাচের পর দুবাই স্টেডিয়ামের গ্যালারিতে সকলের সামনে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন হংকংয়ের এই অলরাউন্ডার। আর এই সময়ে প্রেমিক যুগলকে শুভেচ্ছা জানান হংকংয়ের বাকি খেলোয়াড়রা।
এই সুন্দর মুহুর্তটির ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ২৬ বছর বয়সী কিঞ্চিৎ প্রথম নন, এর আগেও মাঠে ক্রিকেটাররা তাদের প্রেমিক-প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আইপিএলেই চেন্নাই সুপার কিংসের দীপক চাহার নিজের প্রেমিকা (বর্তমানে স্ত্রী) জয়া ভরদ্বাজকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।
১৯৩ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে গিয়ে, হংকংয়ের হয়ে চার নম্বরে নেমেছিলেন কিঞ্চিৎ। ২৮ বলে ৩০ রানের ইনিংস খেলেন তিনি, মেরেছিলেন দুটি চার ও একটি ছক্কা। কিন্তু ১৮তম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ আউট হন কিঞ্চিৎ।