রাহুল দ্রাবিড় নয়, জিম্বাবওয়েতে ভারতীয় দলের হেড কোচ হবেন এই প্রাক্তন ক্রিকেটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন জিম্বাবওয়ে সফরে ভারতীয় দলের সাথে যাবেন না হেড কোচ রাহুল দ্রাবিড়। তাহলে প্রশ্ন উঠছে, কে হবেন টিম ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন কোচ? জানা গিয়েছে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ জিম্বাবওয়ে সফরে ভারতীয় দলের দায়িত্ব নেবেন।
শুক্রবার এই খবর জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। কিন্তু কেন, আসলে জিম্বাবওয়ে সফর এবং ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হওয়া এশিয়া কাপের মধ্যে পার্থক্যটা অনেকটাই কম। সেই কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হল।
এদিকে দ্রাবিড়ের সাথে সাথে বিশ্রাম দেওয়া হয়েছে ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর ও বোলিং কোচ পরস মামব্রেকে। লক্ষ্মণের সাথে এই দুই দায়িত্ব পালন করবেন হৃষিকেশ কানিতকার ও সাইরাজ বাহুতুলে।
শুক্রবার সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জয় শাহ বলেছেন, "হ্যাঁ, ভিভিএস লক্ষ্মণ জিম্বাবওয়েতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় দলের দায়িত্বে থাকবে। এমনটা নয় যে রাহুল দ্রাবিড় বিরতি নিয়েছেন। জিম্বাবওয়েতে সিরিজ শেষ হচ্ছে ২২ আগস্ট এবং ভারতীয় দলের সাথে দ্রাবিড় সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছবেন ২৩ আগস্টে। যেহেতু দুটি ইভেন্টের মধ্যে পার্থক্য সামান্য, তাই জিম্বাবওয়েতে লক্ষ্মণ ভারতীয় দলের দায়িত্ব নেবেন।"
এরপর জয় শাহ বলেছেন, "যেহেতু কেবল কেএল ও হুডা ওয়ানডে দলের সাথে থাকবেন জিম্বাবওয়েতে, তাই টি২০ দলের সাথেই হেড কোচের থাকাটা যুক্তিযুক্ত।"
আগামী ১৮, ২০ ও ২২ আগস্ট তিনটি ওয়ানডে খেলবে ভারত ও জিম্বাবওয়ে দল। এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল, যিনি সদ্য ফিট হয়ে দলে এসেছেন।