বিরতির মাঝেই প্রাক্তন ভারতীয় কোচের সাথে ব্যাটিং অনুশীলনে মত্ত বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য ওয়েস্ট ইন্ডিজ সফর এবং আসন্ন জিম্বাবওয়ে সফরে ভারতীয় দলে নির্বাচিত হননি প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। চুড়ান্ত অফ ফর্মে ভোগা সুপারস্টার এই ব্যাটারের কাছে ভালো সুযোগ ছিল এই দুই সিরিজে ছন্দে ফেরার, কিন্তু তা হয়নি। তবে এই বিরতিকে ভালো উপায়ে ব্যবহার করছেন বিরাট।
বিগত কয়েক দিন ধরে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইন্ডোর ক্রিকেট অ্যাকাডেমিতে ব্যাটিং অনুশীলন করছেন বিরাট কোহলি। গত বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে বিরাট ইন্ডোরে উইকেটের মাঝে রান নেওয়ার অনুশীলন করছিলেন।
জানা গিয়েছে, এই অনুশীলনে বিরাটকে সহায়তা করছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ সঞ্জয় বাঙ্গার, যিনি ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ ছিলেন। গত শুক্রবার, বিরাট কোহলি প্রায় ৯০ মিনিট অনুশীলন করেছিলেন।
এই নিয়ে বিরাটকে নেট সেশনে বল করা একজন নেট বোলার এক সর্বভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, "আমি ওনাকে আগেও বিকেসিতে বল করেছি। খুবই খুশির এবং গর্বের বিষয় ওনাকে বল করা, যেহেতু উনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। উনি ভালোই ছন্দে ছিলেন। উনি আমায় ক্রমাগত অনুপ্রাণিত করছিলেন, বারবার বলছিলেন গুড বল।"
বিরাট কোহলির আগামী লক্ষ্য নিঃসন্দেহে এশিয়া কাপ এবং টি২০ বিশ্বকাপ। এবং আসন্ন এশিয়া কাপে যা সম্ভাবনা, তাতে তিনবার পাকিস্তানের মুখোমুখি হতে পারে ভারত। আর এই পরিস্থিতিতে বিরাট কোহলিকে সেরা ফর্মে এগিয়ে আসতে হবে।