মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করায় বিরাট কোহলির উদ্দেশ্যে এই কড়া বার্তা ছুঁড়লেন সুনীল গাভাস্কার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত রবিবার এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের কাছে পরাজিত হয় টিম ইন্ডিয়া। কিন্তু শিরোনামে উঠে আসে ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলির একটি চাঞ্চল্যকর বার্তা। যেখানে তিনি বলেছিলেন যে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়ার পর কেবল মহেন্দ্র সিং ধোনির কাছ থেকেই বার্তা পেয়েছিলেন।
আর এই নিয়ে এবার বিরাট কোহলির উদ্দেশ্যে কড়া বার্তা ছুঁড়লেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার। এক সর্বভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার জানিয়েছেন, কেন সকলের সামনে এরকম একটি তথ্য জানালেন কোহলি, যার জেরে ভারতীয় ড্রেসিং রুমের পরিস্থিতি ও সমীকরণ নিয়ে প্রশ্ন উঠে আসে।
এই নিয়ে গাভাস্কার বলেছেন, "আমি জানি না ড্রেসিং রুমে বাকি সকল খেলোয়াড়দের মধ্যে ভেতরকার পরিস্থিতি কি, আমার মনে হয়, সত্যি কথা বলতে গেলে, যদি উনি ওনার সাথে যোগাযোগ করা একজন ব্যক্তির নাম বলেন, তাহলে যারা ওনার সাথে যোগাযোগ করেননি তাদের নামও প্রকাশ করতে পারতেন। তাহলে বিষয়টি কিছুটা ভালো হত সকলের জন্য, বরং এর জেরে একটি চিন্তা তৈরি হয়ে গেল কারা ওনার সাথে যোগাযোগ করেননি।"
"বোঝাটা খুবই কঠিন যে বিরাট কাকে বোঝাতে চেয়েছেন? যদি উনি কোনও নাম নিতেন, তাহলে সেই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞেস করতে পারতেন যে আপনি তার সাথে যোগাযোগ করেছেন কিনা। যেখানে আমি শুনেছি যে উনি শুধু ধোনির কথা বলেছেন যিনি বিরাটকে ফোন করেছিলেন টেস্ট নেতৃত্ব ছাড়ার পর।"
একই সাথে, বিরাট কোহলি উল্লেখ করেছিলেন যে, অনেক মানুষের কাছে তার নম্বর রয়েছে এবং টিভিতেও অনেকে নানান উপদেশ দিয়েছে। কিন্তু তাদের থেকে কোনও বার্তা পাননি বিরাট।
এই নিয়ে গাভাস্কার বলেছেন, "যদি উনি প্রাক্তন খেলোয়াড়দের কথা বলেন, যারা ওনার সাথে খেলেছেন, আমরা জানি তারা কারা, যেহেতু ওনারা টিভিতে থাকেন। ওনার উচিত ছিল সেই খেলোয়াড়দের নাম নেওয়া। জিজ্ঞেস করুন কেন ওনারা আপনার সাথে যোগাযোগ করেননি।"
শেষে গাভাস্কার বলেছেন, "উনি কি বার্তা চেয়েছেন? অনুপ্রেরণামূলক? কিন্তু উনি তো নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন, তাহলে কিসের অনুপ্রেরণা দরকার। অধিনায়কত্বের পর্ব ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এখন আপনি একজন ক্রিকেটার হিসেবে খেলছেন। তাই সেই ভূমিকার উপর নজর দিন, কারণ আপনি যখন অধিনায়ক, আপনি আপনার সতীর্থদের নিয়ে চিন্তা করেন। যখন অধিনায়কত্ব শেষ, সেই সময়ে নিজের খেলার উপর নজর দিতে হয়।"
গত বছর টি২০ বিশ্বকাপের পর টি২০ অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি। এর পর পরই ওয়ানডে নেতৃত্ব এবং সব শেষে, দক্ষিণ আফ্রিকা সফরের পর টেস্ট নেতৃত্ব ছাড়েন বিরাট কোহলি।