আমাদের এমন নেতার দরকার যে সম্মান আদায় করতে পারে - ফাফের প্রশংসায় মাতলেন কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইপিএল মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নয়া অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন ফাফ ডু প্লেসিস। যদিও দলে রয়েছেন বিরাট কোহলির মত একজন বড় ব্যক্তিত্ব, তবে কোহলি বেশ আশাবাদী, ফাফের অধিনায়কত্ব একটি বড় কারণ কেন আরসিবি তাকে সই করিয়েছে।
সদ্য আইপিএল নিলামে সাত কোটি টাকা দিয়ে দক্ষিণ আফ্রিকার এই অভিজ্ঞ তারকাকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর ফাফের অধীনে খেলতে ইচ্ছুক বিরাট কোহলি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পোস্ট করা একটি ভিডিওতে কোহলি ফাফকে নিয়ে বলেছেন, "নিলামে ফাফকে নেওয়ার পরিকল্পনা ছিল সহজ। আমাদের এমন একজন নেতার দরকার ছিল যে সম্মান আদায় করতে পারে। আদেশ করবে, আর্জি নয়, কারণ ও এমনটা করে এসেছে।"
"ও একজন টেস্ট অধিনায়ক, এতেই বোঝা যায় যে ও কতটা সফল এবং উদগ্রীব আরসিবির নেতৃত্ব দেওয়ার জন্য। ও ভালো একটি কাজ করবে। আমরা এক সাথে খুব ভালো বনছি।"
এরপর আইপিএলের এই দীর্ঘ যাত্রা নিয়ে কোহলি বলেছেন, "অবিশ্বাস্য লাগে আইপিএল এতদূর পাড়ি দিয়েছে। আমি এখানে নতুন এনার্জি নিয়ে এসেছি কারণ বেশ কিছু দায়িত্ব থেকে আমি অব্যাহতি পেয়েছি এবং জীবন খুব ভালো জায়গায় রয়েছে। আমার কাছে, জীবনে খুশি ও আনন্দের মধ্যে থাকাটাই আসল। আমার ফোকাসটা পরিষ্কার, এটি এতটাই পরিষ্কার যে আমি জানি আমি কি করব - অনেক মজা করব এবং মাঠে উপভোগ করব আর দলের প্রতি সর্বস্ব দেব।"