বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে পাকিস্তানকে টপকাল ভারত, তবুও রইল অশনি সংকেত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচটি ২৪৬ রানের বড় ব্যবধানে জেতে শ্রীলঙ্কা। আর এর জেরে টেস্ট সিরিজ ১-১ ড্র হয়ে যায়। এবং এর জেরে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় ক্ষতি হয়েছে পাকিস্তানের, আর তার জেরে কিছুটা সুবিধা হল ভারতের।
সদ্য প্রকাশিত টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে নেমে গিয়েছে পাকিস্তান, ৫১.৮৫ পার্সেন্টেজ পয়েন্ট নিয়ে। এদিকে ভারত চতুর্থ স্থানে রয়েছে ৫২.০৮ পয়েন্টে।
তবে অশনি সংকেত হিসেবে উঠে এসেছে শ্রীলঙ্কা। টেস্ট ম্যাচ জেতার ফলে এক লাফে তৃতীয় স্থানে উঠে এসেছে লঙ্কান বাহিনী। ৫৩.৩৩ পার্সেন্টেজ পয়েন্ট নিয়ে ভারতকে টপকেছে শ্রীলঙ্কা।
এদিকে শীর্ষস্থান দখল করে রেখেছে অস্ট্রেলিয়া, আর দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এবং পার্সেন্টেজ পয়েন্ট বিচার করলে, এই দুই দেশই আপাতত ফেভারিট লর্ডসে আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার জন্য।