মহিলা বিশ্বকাপে পাকিস্তান বড় উপকার করল ভারতের! এই উপায়ে সেমিতে যেতে পারে মিতালিরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার বাংলাদেশকে দাপটে হারিয়ে বিশ্বকাপে নিজেদের আশা জিইয়ে রেখেছে ভারতীয় মহিলা দল। এখন গ্রুপ পর্বে তাদের শেষ খেলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
এই পরিস্থিতিতে মিতালি রাজদের বিশ্বকাপের আশা জিইয়ে রাখতে বড় উপকার করেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। কিভাবে? গত সোমবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে পাকিস্তান, আর এর জেরে ভারতের সেমিতে ওঠা অনেকটা সহজ হয়ে গিয়েছে।
এখন কিভাবে শীর্ষ চারে নিজেদের জায়গা সুরক্ষিত করতে পারবে ভারত? ইতিমধ্যেই অস্ট্রেলিয়া শীর্ষে থেকে সেমিতে যোগ্যতা অর্জন করেছে। এখন বাকি তিন জায়গার জন্য লড়াই ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যে।
আগামী বৃহস্পতিবার যদি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে দক্ষিণ আফ্রিকা, তাহলে ভারত সেমিতে জায়গা করে নিতে সক্ষম হবে। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ছিটকে যাবে। এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের লড়াইটা হবে শুধু লিগ টেবিলে ওপরে ওঠার জন্য।
তবে যদি ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে হারায়, তাহলে ভারতকে অতি অবশ্যই হারাতে হবে প্রোটিয়াদের। কারণ ইংল্যান্ডের বাকি দুটি খেলা রয়েছে দূর্বল পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে, এবং দুটিতেই জিতলে আট পয়েন্ট নিয়ে উঠে যাবে ইংল্যান্ড।