IPL 2022 : কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় দুঃসংবাদ! প্রথম পাঁচ ম্যাচে নেই এই দুই বিদেশী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ২৬ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২২ এর উদ্বোধনী ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। আর প্রথম দিকের ম্যাচে একাধিক তারকাকে পাবে না নাইটরা। এর মধ্যে রয়েছেন দুই অজি সুপারস্টার প্যাট কামিন্স ও অ্যারন ফিঞ্চ।
তবে কত ম্যাচের জন্য পাওয়া যাবে না এই দুই তারকাকে? এই নিয়ে বড় আপডেট দিলেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ডেভিড হাসি। পাকিস্তানে সিরিজ খেলার পরেই আইপিএল খেলতে ভারতে আসবেন এই দুই তারকা।
এই নিয়ে হাসি সাংবাদিক বৈঠকে বলেছেন, "এটি একটি চিন্তার বিষয়, আপনি আপনার সেরা খেলোয়াড়দের পেতে চাইবেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটকেই প্রাধান্য দেওয়া উচিত। প্রতিটা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চায় তাই তাদের এটিই মূল গুরুত্ব। আমার মনে হয় কামিন্স ও ফিঞ্চ প্রথম পাঁচ ম্যাচ খেলতে পারবে না, তবে ওরা ক্রিকেটগত দিক থেকে ফিট ও তৈরি থাকবে। তাই, ওরা যখন মাঠে নামবে, ওরা গুণগত দিক থেকে এবং ড্রেসিংরুমে ভালোভাবে মানিয়ে নেবে।"
এর ফলে চেন্নাই সুপার কিংস ম্যাচ ছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৩০ মার্চ), পাঞ্জাব কিংস (১ এপ্রিল), মুম্বই ইন্ডিয়ান্স (৬ এপ্রিল) ও দিল্লি ক্যাপিটালসের (১০ এপ্রিল) বিরুদ্ধে ম্যাচে খেলবেন না ফিঞ্চ ও কামিন্স।
কামিন্স ইতিমধ্যেই লাহোরে চলতি তৃতীয় টেস্টে খেলছেন। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন অ্যারন ফিঞ্চ।