বাবর আজমের সিংহাসন কেড়ে নেওয়ার মুখে রয়েছেন সূর্যকুমার যাদব, জানুন বিস্তারিত...

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য প্রকাশিত আইসিসি টি২০ আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে চাঞ্চল্যকর একটি বিষয় এসেছে সামনে, যা ভারতীয় ক্রিকেট সমর্থকদের বেশ খুশি করবে। টি২০ ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক লাফে দুই নম্বরে উঠে এসেছেন সূর্যকুমার যাদব।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি২০ সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের এই তারকা ব্যাটার, তিন ম্যাচে ১১১ রান করেছেন তিনি। তৃতীয় টি২০তে ৪৪ বলে ৭৬ রানের দুরন্ত ইনিংস খেলেন সূর্য। আর এর জেরে দুই ধাপ উঠে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সূর্য।
এবং এক্ষেত্রে শীর্ষস্থানে থাকা বাবর আজমের একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সূর্য। ৮১৮ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন বাবর, এদিকে সূর্যকুমার রয়েছে ৮১৬ পয়েন্টে।
তবে সূর্য ছাড়া টি২০ র্যাঙ্কিংয়ে প্রথম দশে নেই কোনও ভারতীয় ব্যাটার। সূর্যের পর ১৪তম স্থানে রয়েছেন ইশান কিশান, এরপর ১৬তম স্থানে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিকে র্যাঙ্কিংয়ে আরও নেমেছেন বিরাট কোহলি। এক ধাপ নেমে ২৮তম স্থানে নেমেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।