আইপিএল থেকে অবসর নিয়ে বিদেশের টি২০ লিগে খেলবেন এই সুপারস্টার ভারতীয় ক্রিকেটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যা সম্ভাবনা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর নিতে চলেছেন এই সুপারস্টার ভারতীয় ক্রিকেটার। আর তার নাম হল সুরেশ রায়না, যিনি মিস্টার আইপিএল হিসেবে বিবেচিত হন।
গত আইপিএলের মেগা নিলামে রায়নাকে নেয়নি কোনও দল। আর সেই কারণে এবার আইপিএলকে বিদায় জানিয়ে বিদেশের টি২০ লিগগুলিতে খেলার পরিকল্পনা করছেন রায়না। এবং আসন্ন ঘরোয়া মরশুমে উত্তরপ্রদেশের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা বাঁ হাতি ক্রিকেটার।
এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে রায়না বলেছেন, "আমি আরও দুই-তিন বছর ক্রিকেট খেলতে চাই। উত্তরপ্রদেশ ক্রিকেট থেকে অসংখ্য প্রতিভাবান তরুণরা উঠে এসেছে। আমি ইতিমধ্যেই উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়েছি। এছাড়াও আমি বিসিসিআই সচিব জয় শাহ ও সহ সভাপতি রাজীব শুক্লাকে আমার সিদ্ধান্ত জানিয়েছি।"
আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলবেন সুরেশ রায়না। গত এক বছর ধরে গাজিয়াবাদের আরপিএল ক্রিকেট মাঠে অনুশীলন করছেন তিনি। নিজের ভবিষ্যৎ নিয়ে সুরেশ রায়না বলেছেন, "আমি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলবে। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহির টি২০ ফ্র্যাঞ্চাইজিরা আমার সাথে যোগাযোগ করেছে, কিন্তু আমি এখনও কোনও সিদ্ধান্ত নিইনি।"
গত ২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন সুরেশ রায়না। কিন্তু তারপরেও আইপিএল খেলেছেন তিনি। আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা পারফর্মার হিসেবে বিবেচিত হন রায়না। ২০৫টি আইপিএল ম্যাচে ৫৫২৮ রান করেছেন রায়না, যা আইপিএলের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ। একা চেন্নাই সুপার কিংসের হয়েই ৪৬৮৭ রান করেছেন রায়না।