প্রিয় এই শট খেলতে রোহিত শর্মাকে মানা করছেন সুনীল গাভাস্কার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অধিনায়ক হওয়ার পর থেকে রোহিত শর্মার দায়িত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। ওপেনে নেমে রোহিতকে বড় রান করার আশায় রয়েছে ভারতীয় দল। এবং রোহিতের কেরিয়ারে বেশিরভাগ রান এসেছে পুল শটের মাধ্যমে।
তবে একাধিক ক্ষেত্রেই দেখা গিয়েছে, প্রতিপক্ষ পরিকল্পনা করে রোহিতকে ঐ পুল শটের মাধ্যমেই আউট করেছে। সদ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে, লাহিরু কুমারার বলে পুল শট খেলতে গিয়ে আউট হন রোহিত।
এবার রোহিতকে এই পুল শট খেলতে মানা করছেন কিংবদন্তি ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কার। তিনি জানিয়েছেন, পুল শট রোহিতের অন্যতম সেরা অস্ত্র হলেও তা বোলারদের পরিকল্পনা করতে বেশ সুবিধা দিচ্ছে।
এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, "ওকে এই বিষয়ে ভাবতে হবে। আপনি তর্ক করতেই পারেন এটি একটি ভালো শট, তবে এটিই একমাত্র শট নয়। ওর কাছে আরও অনেক অপশন রয়েছে। এখন প্রতিটা বোলার যার গতি রয়েছে, সে নিজের সুযোগ পাবে আর মনে করবে যে কয়েকটা বাউন্ডারি খেলেও অসুবিধা নেই কারণ সুযোগ রয়েছে ও বল আকাশে মারবে।"
এরপর গাভাস্কার বলেছেন যে ভারতীয় অধিনায়ককে শতাংশের সাথে কাজ করতে হবে এবং যদি মনে করেন পরিস্থিতি অনুকূলে রয়েছে, তাহলে পুল শট খেলতে পারেন। এই নিয়ে গাভাস্কার বলেছেন, "তাই ওকে শতাংশের সাথে কাজ করতে হবে। যদি ও মনে করে যে পরিস্থিতি ওর অনুকূলে রয়েছে, তাহলে সেই শট খেলতে পারে। তবে এই মুহুর্তে, এগুলি ওর অনুকূলে যাচ্ছে না। তাই ওকে এই শটটি ঠান্ডাঘরে রেখে আসতে হবে, যতক্ষণ না ও ৮০, ৯০ বা ১০০ এর ঘরে যাচ্ছে।"