শ্রীলঙ্কার দুরন্ত লড়াইয়ের কাছে হার মানল টিম ইন্ডিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা - এশিয়া কাপের সুপার ফোরে টানা দ্বিতীয় হার হজম করল ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ওভারের থ্রিলারে হারতে হল রোহিত শর্মার টিম ইন্ডিয়াকে।
প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়ে ভারত। দ্রুত আউট হন কেএল রাহুল ও বিরাট কোহলি। এরপর সূর্যকুমার যাদবকে সাথে নিয়ে পার্টনাশিপ গড়েন অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ৪১ বলে ৭২ রানের কাউন্টার অ্যাটাকিং ইনিংস খেলেন রোহিত, আর তাকে যোগ্য সঙ্গত দেন সূর্যও (৩৪)।
এক সময়ে ১২ ওভারে ১১০ রান ছিল। কিন্তু রোহিত ও সূর্যর আউট হওয়ার পর সেই রানটিকে কেউ এগিয়ে নিয়ে গেল না। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা (২-২৬) ও দিলশান মধুশঙ্কা (৩-২৪) এর দুরন্ত বোলিংয়ে ভারত ২০ ওভারে ১৭৩/৮ তুলতে পারে।
জবাবে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। দুই ওপেনার পাথুম নিশঙ্কা (৫২) ও উইকেটকিপার কুশল মেন্ডিস (৫৭) প্রথম উইকেটে ৯৭ রান তুলে দেয়।
তবে ১২তম ওভারে যুজবেন্দ্র চাহাল এক ওভারে দুটি উইকেট তুলে ভারতকে ম্যাচে ফেরান। মাত্র ১৩ রানে চারটি উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার।
এমন সময়ে দুরন্ত পার্টনারশিপ গড়েন অধিনায়ক শানাকা (অপরাজিত ৩৩) ও ভানুকা রাজাপাকসা (অপরাজিত ২৫)। ৬৪ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফিরিয়ে আনেন। শেষ ওভারে আরশদীপ সিং দুরন্ত বোলিং করলেও সাত রান করে জিতে যায় শ্রীলঙ্কা।
এই ম্যাচে বেশ ভালো বোলিং করেছেন চাহাল (৩-৩৪)। বাকি একটি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (১-৩২)। এছাড়া নিজের প্রথম তিন ওভার ভালো করলেও শেষ ও ইনিংসের ১৯তম ওভারে ১৪ রান দিয়ে বসেন ভুবনেশ্বর কুমার।
সব মিলিয়ে এশিয়া কাপের অভিযান থেকে ভারতের বিদায় একপ্রকার নিশ্চিত হয়ে গেল। এখন যদি আগামীকাল অর্থাৎ বুধবার আফগানিস্তান পাকিস্তানকে হারাতে পারে, তাহলে সম্ভাবনা থেকে যাবে ভারতের।