এশিয়া কাপ থেকে বিদায় নিয়ে নিজের সতীর্থদের এই অপরাধে অভিযুক্ত করলেন শাকিব আল হাসান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার এশিয়া কাপের ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা, জিতলেই শেষ চারে যাওয়া নিশ্চিত। এই হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ ওভারে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৮৩/৭ তোলে, জবাবে ১৯.২ ওভারে আট উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
তবে এই হারের পর মাথা উঁচু করার বার্তা দিলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। সাংবাদিক বৈঠকে শাকিব বলেন, "ইনিংসের শেষ দিকে, আমরা ভালো বল করিনি, তবে আমরা ভালো ব্যাট করেছি। আমরা অনবরত উইকেট তুলে ভালো শুরু করেছিলাম। আমরা প্রত্যাশার থেকে ১০-১৫ রান বেশি করেছিলাম। আসন্ন বিশ্বকাপকে মাথায় রেখে আমাদের মাথা উঁচু করে ইতিবাচক দিকগুলি নিয়ে এগিয়ে যেতে হবে।"
তবে এই ম্যাচে বাংলাদেশের কাল হয়ে গেল এক্সট্রাসে। চারটি নো বল ও আটটি ওয়াইড বল করেছে বাংলাদেশী বোলাররা। শেষ ওভারে মাহেদি হাসান নো বল করে বসেন। এবং বাংলাদেশী বোলারদের এই অতিরিক্ত দেওয়াটাকে গর্হিত অপরাধ হিসেবে তুলে ধরলেন শাকিব।
এই নিয়ে তারকা এই অলরাউন্ডার বলেছেন, "ঘরোয়া ক্রিকেটে উনি (মাহেদি হাসান) ভালো করেছেন। চাপের মধ্যে ভালো খেলছিলেন উনি। কারোর ভালো লাগে না যখন তার দল নো বল করে। স্পিনারদের নো বল করাটা অপরাধ। আমরা প্রচুর নো বল ও ওয়াইড করেছি। আমার মনে হয় আমরা চাপে ছিলাম। বিশ্বকাপের আগে আমাদের এই নিয়ে কাজ করতে হবে। আমাদের ধাপে ধাপে উন্নতি করতে হবে।"