"ওনাকে নিজের জন্যও রান করতে হবে" - বিরাট কোহলিকে নিয়ে বার্তা সৌরভ গাঙ্গুলির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চুড়ান্ত খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তিন বছর ধরে শতরান নেই, সম্প্রতি ভুগছেন রানের খরায় - এই পরিস্থিতিতে বিরাট কোহলি শান্তভাব রাখার চেষ্টা করলেও একটি চাপ তো রয়েইছে।
এবার সামনে এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের মত গুরুত্বপূর্ণ দুই টুর্নামেন্ট রয়েছে ভারতের জন্য। এবং এই দুই টুর্নামেন্টে বিরাট কোহলির উপর অনেকটাই নির্ভর করবে ভারতের সাফল্য। এই পরিস্থিতিতে বিরাট কোহলিকে নিয়ে কি বলছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি? চলুন জেনে নিই।
কলকাতায় এক অনুষ্ঠানের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ আশা রাখছেন, এই মরশুমটি ভালো হবে বিরাটের জন্য। সৌরভ বলেছেন, "ওনাকে শুধু ভারতের জন্য নয়, নিজের জন্যও রান করতেই হবে। আশা করব এই মরশুমটি ওনার জন্য ভালো যাবে। আমরা সবাই আত্মবিশ্বাসী যে উনি ফিরে আসবেন।"
এরপর সৌরভ বলেছেন, "উনি একজন বড় খেলোয়াড় হিসেবে দীর্ঘ সময় ধরে রয়েছেন। আমি জানি ওনার নিজস্ব ফর্মুলা রয়েছে রান করার জন্য। ওনার মত বড় মাপের খেলোয়াড়ের পক্ষে সম্ভব নয় এত দীর্ঘ খারাপ ফর্ম বওয়ার। আমি জানি উনি নিশ্চিতভাবে রান করবেন। যদি উনি বড় খেলোয়াড় না হতেন, তাহলে দীর্ঘ সময় ধরে এতগুলি রান উনি করতে পারতেন না।"
আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের মহারণ শুরু করবে টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড বরাবরই ভালো বিরাটের, এবং চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আবারও জ্বলে উঠতে মরিয়া থাকবেন কিং কোহলি।