বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বড় দায়িত্বে ফিরছেন মহারাজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতীয় দল থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসাবে প্রায়শই টিভির পর্দায় শোনা যেত মহারাজকে। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে বসার পর থেকেই এই কাজে ছেদ পড়ে তাঁর।
আরও পড়ুন: WTC ফাইনালে ভরতের বদলে ঋদ্ধিমানকে চেয়েছিলেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার
বর্তমানে বোর্ড প্রশাসনের দায়িত্বে নেই সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বড় ভূমিকায় ফিরছেন দাদা। ফাইনালের মেগা ম্যাচকেই প্রত্যাবর্তনের জন্য বেছে নিলেন মহারাজ। বিশ্ব টেস্ট ফাইনালে হিন্দিতে কমেন্ট্রি করতে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
হরভজন সিং, শ্রীসন্থ ও দীপ দাশগুপ্তদের সঙ্গে ধারাভাষ্য দিতে দেখা যাবে দাদাকে। হিন্দির পাশাপাশি ইংরেজিতে ধারাভাষ্য দেবেন রবি শাস্ত্রী, হর্ষ ভোগলে, নাসির হুসেইন, দীনেশ কার্তিক, রিকি পন্টিং, ম্যাথু হেডেন, জাস্টিন ল্যাঙ্গার, কুমার সঙ্গকারারা।