ইডেন গার্ডেন্সে আবারও নেতৃত্ব দিতে নামবেন মহারাজ সৌরভ গাঙ্গুলি, জানুন বিস্তারিত…

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও ক্রিকেট ময়দানে ফিরছেন ভারতীয় ক্রিকেটের মহারাজ তথা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। আসন্ন লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণ আয়োজিত হবে ভারতে, আর এবারের সংস্করণে একটি বিশেষ ম্যাচে ইন্ডিয়া লেজেন্ডস দলের হয়ে খেলবেন সৌরভ।
এবার যা খবর, আগামী ১৫ সেপ্টেম্বর ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে ইন্ডিয়া লেজেন্ডস বনাম ওয়ার্ল্ড জায়ান্টস ম্যাচ দিয়ে শুরু হবে লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণ। আর এই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সৌরভ গাঙ্গুলি।
এবারের ইন্ডিয়া লেজেন্ডস দলে বীরেন্দ্র সেহওয়াগ, মহম্মদ কাইফ, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং, শ্রীশান্তের মত তারকারা রয়েছেন। আর আবারও নিজের পুরোনো সতীর্থদের নেতৃত্ব দিতে মাঠে নামবেন সৌরভ।
এদিকে ওয়ার্ল্ড জায়ান্টস একাদশকে নেতৃত্ব দেবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান, যিনি কয়েক মাস আগে অবসর ঘোষণা করেছিলেন। এই বিশ্ব একাদশ দলে সনথ জয়সূর্য, মুত্থাইয়া মুরলিধরণ, ব্রেট লি ও জন্টি রোডসের মত তারকারা থাকবেন।