নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশকে জেতানো জো রুটকে সর্বকালের অন্যতম সেরার তকমা সৌরভ গাঙ্গুলির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুর্ধর্ষ ইনিংস খেলে ইংল্যান্ডকে জেতান প্রাক্তন অধিনায়ক জো রুট। চতুর্থ ইনিংসে ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলে দেশকে জেতান রুট।
আর এই অসাধারণ ইনিংসে মুগ্ধ হয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। এমনকি, রুটকে সর্বকালের অন্যতম সেরার তকমাও দিয়ে বসলেন মহারাজ।
টুইটে সৌরভ লিখেছেন, "জো রুট, অসাধারণ একজন খেলোয়াড়, চাপের মধ্যে দুর্দান্ত একটি ইনিংস। সর্বকালের অন্যতম সেরা।"
এরপর সৌরভ টেস্ট ক্রিকেটের মাহাত্ম্যের কথা তুলে ধরে লিখেছেন, "যে কোনও ফর্ম্যাট আপনি দেখুন, জার্সির যে কোনও রঙই আপনি পরুন, কেউ টেস্ট ক্রিকেটের এই খেলাকে হারাতে পারবেন না। কোনও তুলনাই হয় না।"
১২টি চারের মাধ্যমে ১১৫ রানের ইনিংস খেলেন রুট। ২৭৭ রান তাড়া করতে গিয়ে এক সময় ইংল্যান্ড ১৫৯/৫ ছিল। কিন্তু তারপর উইকেটকিপার বেন ফোকস (অপরাজিত ৩২) এর সাথে ১২০ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে ইংল্যান্ডকে ম্যাচ জেতান রুট।