বিশ্বজুড়ে সকল গুরু-প্রশিক্ষকদের পাশে থাকার অঙ্গীকার করলেন সৌরভ গাঙ্গুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত বুধবার বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি একটি টুইট করেন, যেখানে তিনি জানিয়েছিলেন যে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করবেন। এবং এই অধ্যায়ে মানুষের সমর্থন চেয়েছিলেন মহারাজ।
কিন্তু কি শুরু করতে চলেছেন সৌরভ? সাংবাদিকদের উদ্দেশ্যে জানিয়েছিলেন, একটি শিক্ষামূলক অ্যাপের জন্য তিনি এই টুইট করেন। যদিও বৃহস্পতিবার তিনি পোস্ট করেন, নতুন কিছু আসছে। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।
অবশেষে বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় সব উত্তর দিয়ে দিলেন সৌরভ। একটি অনলাইন শিক্ষামূলক অ্যাপের সাথে জুড়েছেন সৌরভ, যেখানে সমস্ত প্রশিক্ষক ও কোচেদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন সৌরভ।
এই নিয়ে সৌরভ লিখেছেন, "অনেক দিন ধরেই, আমি এক শ্রেণীর মানুষের কথা ভাবছিলাম, যারা আমাদের সমাজকে নিঃস্বার্থভাবে সেবা করে চলেছেন এবং ভারতকে দিনে দিনে সেরা করে তুলেছেন। আইপিএল আমাদের কিছু অসাধারণ খেলোয়াড় দিয়েছে, কিন্তু যা আমায় আরও অনুপ্রেরিত করে, তা হল খেলোয়াড়দের সাফল্যের জন্য কোচেদের ঘাম ও রক্ত। শুধু ক্রিকেট নয়, অ্যাকাডেমিক্স, ফুটবল, সঙ্গীত ও অন্যান্য ক্ষেত্রেও এটি সত্যি। আমি সৌভাগ্যবান যে সকল কোচেদের আমি আমার জীবনে পেয়েছি।"
এরপর সৌরভ লিখেছেন, "যুগের পর যুগ, আমরা অভিনেতা, খেলোয়াড় ও সিইওদের সম্মান দিয়ে এসেছি তাদের অসাধারণ কাজের জন্য। এখন সময় এসেছে সত্যিকারের নায়কদের সম্মান জানানোর, তাদের কোচ ও প্রশিক্ষকদের। আমি বিশ্বজুড়ে সকল কোচ, প্রশিক্ষক ও শিক্ষকদের জন্য কিছু করতে চাই। আজ থেকে, আমি তাদের সমর্থনে কাজ করব তাদের দূত হিসেবে।"