বিশ্বের সেরা পাঁচ টি২০ খেলোয়াড়দের নাম জানালেন শেন ওয়াটসন, তালিকায় দুই ভারতীয়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব ক্রিকেটে এমন অসংখ্য তারকা রয়েছে, যারা টি২০ ক্রিকেটে রাজত্ব করে এসেছেন। এবার এমনই পাঁচ সেরা তারকার নাম জানালেন প্রাক্তন অজি অলরাউন্ডার শেন ওয়াটসন। আর ওয়াটসনের এই তালিকায় রয়েছে দুই ভারতীয়ের নামও।
প্রথম বাছাই হিসেবে ওয়াটসন বেছেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। আইসিসির এক ভিডিওতে ওয়াটসন বলেছেন, "প্রথমে আমি বাবর আজমকে বাছব। উনি বিশ্বের এক নম্বর টি২০ আন্তর্জাতিক ব্যাটসম্যান, এবং উনি জানেন কিভাবে দাপট দেখাতে হয়।"
এরপর দ্বিতীয় বাছাই হিসেবে ওয়াটসন বাছেন ভারতের সূর্যকুমার যাদবকে। তিনি বলেছেন, "দ্বিতীয়জন হলেন সূর্যকুমার যাব। উনি অসাধারণ ব্যাট করছেন, এবং উনি আমার দ্বিতীয় বাছাই হবেন।" এছাড়া কেএল রাহুলের কথা আলাদা করে তুলে ধরে ওয়াটসন বলেন, "আমি অবাক হব না যদি কেএল রাহুল অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপে দুর্দান্ত খেলেন। কারণ ওনার কাছে অস্ট্রেলিয়ায় দাপটে খেলার মত দক্ষতা রয়েছে।"
এরপর তিন নম্বরে বাছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে, যিনি ২০২১ টি২০ বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের খেতাব পেয়েছিলেন। এবং চতুর্থ ও পঞ্চম বাছাই হিসেবে ইংল্যান্ডের সীমিত ওভার ফর্ম্যাটের অধিনায়ক জস বাটলার ও পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিকে বাছেন ওয়াটসন।