বেটিং সংস্থার বিজ্ঞাপন ছাড়ার পুরষ্কার, এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেবেন শাকিব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে, আসন্ন এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও টি২০ বিশ্বকাপে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান।
গত কয়েক বছরে শাকিবের কেরিয়ারটা দীর্ঘ ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছিল। বিশ্বকাপে অসাধারণ পারফর্মেন্স, নির্বাসন, বিতর্ক এবং জাতীয় দলে ফিরে আসা - সব মিলিয়ে তারকা এই অলরাউন্ডারের জীবন যেন ঝড়ের মধ্যে দিয়ে গিয়েছিল। কিন্তু এই অধিনায়কত্ব পাওয়ার ক্ষেত্রে শাকিবকে বড় আত্মত্যাগ করতে হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও শাকিবের মধ্যে দোনামনা চলছিল। যেখানে বিসিবি শাকিবকে শর্ত দিয়েছিল যে তিনি হয় জাতীয় দলের হয়ে খেলবেন, নইলে এক বেটিং সংস্থার বিজ্ঞাপন ছাড়তে হবে। বিপুল অর্থে শাকিব এক বিশিষ্ট বেটিং সংস্থা বেটউইনার নিউজ এর বিজ্ঞাপন করছিলেন।
কিন্তু দেশকে অগ্রাধিকার দিয়ে সেই সংস্থার সাথে চুক্তি ত্যাগ করেন শাকিব। আর কার্যত তারই পুরষ্কার হিসেবে এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন শাকিব। এর আগে মোমিনুল হকের কাছ থেকে পেয়েছিলেন টেস্ট দলের নেতৃত্ব।