গত টি২০ বিশ্বকাপের যন্ত্রণা থেকে টিম ইন্ডিয়াকে এই উপায়ে উজ্জীবিত করেছেন রোহিত শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত বছরের টি২০ বিশ্বকাপটি ভুলে যেতে চাইবে টিম ইন্ডিয়া। বিরাট কোহলির নেতৃত্ব ভারত সুপার ১২ পর্বে হেরেছিল পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে, যার ফলে সেমি ফাইনালে যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত। কিন্তু তারপর থেকে আজ অবধি পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হয়েছে।
নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন রোহিত শর্মা, নতুন হেড কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। অধিনায়ক হিসেবে রেকর্ডও গড়েছেন রোহিত। কিন্তু সেই টি২০ বিশ্বকাপের পর আজকের ভারতের খেলার মানসিকতা পরিবর্তনের পিছনের কারণটি কি? এই নিয়ে বেশ ভালো ব্যাখ্যা দিয়েছেন হিটম্যান।
এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে রোহিত বলেছেন, "দুবাইয়ে টি২০ বিশ্বকাপের পর আমরা পরিষ্কার করে দিয়েছিলাম, আমরা কখন যোগ্যতা অর্জন করতে পারিনি এবং আমাদের মনে হয়েছে মানসিকতায় পরিবর্তন আনতে হবে, আমাদের প্রয়াস এবং যেভাবে আমরা এই খেলাটি খেলব সেটি পরিবর্তন আনতে হবে। এই বার্তাই ছেলেদের কাছে স্পষ্ট ভাবে গিয়েছে।"
"ছেলেরা চ্যালেঞ্জটি গ্রহণ করতে তৈরি হয়েছে। দলে খুব বেশি ছাঁটাইয়ের প্রয়োজন নেই। রাহুল ভাই (দ্রাবিড়) এর সাথে আমি কিছু ম্যাচ খেলেছি, উনি আমার প্রথম অধিনায়ক ছিলেন যখন আমি ওয়ানডেতে অভিষেক করেছিলাম। তাই অবশ্যই, আমাদের মধ্যে কিছুটা হলেও বোঝাপড়া রয়েছে। এবং উনি যখন এই দলের কোচ হলেন, আমরা একটি ঘরে অনেকক্ষণ এক সাথে বসেছিলাম এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কিভাবে এই দলটিকে এগিয়ে নিয়ে যাব। এবং উনিও আমার মত একই ভাবনাই ভাবছিলেন।"
এই মুহুর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই এক ম্যাচ বাকি থাকতে টি২০ আন্তর্জাতিক সিরিজ জিতে নিয়েছে ভারত। এবার সামনে জিম্বাবওয়ে সফর, আর তারপরেই এশিয়া কাপ। ফলে আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে রোহিত শর্মার ব্রিগেডের সামনে।